ব্যতিক্রমী এক সেবা দিয়ে যাচ্ছেন সদালাপী ও অত্যন্ত সুমিষ্টভাষী মানুষ হাজী ফেরাজউদ্দিন। ৫০ বছর ধরে একাধারে তিনি বিভিন্ন মসজিদ-মাদরাসায় নিজ খরচে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং পায়খানায় ঢিলা-কুলুখ সরবরাহ করে আসছেন। বিনিময়ে তিনি কারও কাছ থেকে প্রতিদানস্বরূপ কোনো কিছুই গ্রহণ করেন না। নীরবে নিজ খরচে এই সেবা করে যাচ্ছেন। মানুষের সেবা করাই হচ্ছে তাঁর ধর্ম। বর্তমানে তাঁর বয়স ৮২ বছর। তার দুই ছেলে ও চার মেয়ে। ছেলেমেয়েদের বিয়ে হয়েছে। স্ত্রীও বর্তমান রয়েছে। হাজী ফেরাজউদ্দিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুশা গ্রামের মৃত নঈমউদ্দীনের বড় ছেলে। আগে হাজী ফেরাজউদ্দিন মাটির ঢিলা-কুলুপ নিজ হাতে তৈরি করে বিভিন্ন মসজিদ-মাদরাসায় পৌঁছে দিতেন। এখন তিনি দোকান থেকে কাপড় ক্রয় করে দর্জি দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ তৈরি করে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হিলি, বিরল, বীরগঞ্জ, দিনাজপুর সদর, নীলফামারীর সৈয়দপুরসহ বিভিন্ন উপজেলার মসজিদ-মাদরাসায় পৌঁছে দেন। প্রচারবিমুখ এই সাদা মনের মানুষ হাজী ফেরাজউদ্দিন বিগত ২০০১, ২০০৫ এবং ২০১২ সালে হজ পালন করেছেন। হাজী ফেরাজউদ্দিন জানান, নিজ হাতে গড়া এক একর জমিতে লিচুর বাগান। এই লিচু বাগানের আয় থেকে তিনি সংসারের নির্দিষ্ট চাহিদা মিটিয়ে বাকি অর্থ দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং পায়খানায় ঢিলা-কুলুপ সরবরাহ করে আসছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল বলেন, আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি তার এ মহৎ কাজগুলো। হাজী ফেরাজউদ্দিনের ইচ্ছা মৃত্যু পর্যন্ত তিনি এসব কাজ করে যেতে পারেন।
শিরোনাম
- এবার লিটন দাসও হাঁকালেন শতক
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
হাজী ফেরাজউদ্দিনের ব্যতিক্রমী সেবা
৫০ বছর ধরে মসজিদ-মাদরাসায় কোরআন শরিফের গিলাফ বিনামূল্যে সরবরাহ করছেন
মো. রিয়াজুল ইসলাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর