ব্যতিক্রমী এক সেবা দিয়ে যাচ্ছেন সদালাপী ও অত্যন্ত সুমিষ্টভাষী মানুষ হাজী ফেরাজউদ্দিন। ৫০ বছর ধরে একাধারে তিনি বিভিন্ন মসজিদ-মাদরাসায় নিজ খরচে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং পায়খানায় ঢিলা-কুলুখ সরবরাহ করে আসছেন। বিনিময়ে তিনি কারও কাছ থেকে প্রতিদানস্বরূপ কোনো কিছুই গ্রহণ করেন না। নীরবে নিজ খরচে এই সেবা করে যাচ্ছেন। মানুষের সেবা করাই হচ্ছে তাঁর ধর্ম। বর্তমানে তাঁর বয়স ৮২ বছর। তার দুই ছেলে ও চার মেয়ে। ছেলেমেয়েদের বিয়ে হয়েছে। স্ত্রীও বর্তমান রয়েছে। হাজী ফেরাজউদ্দিন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুশা গ্রামের মৃত নঈমউদ্দীনের বড় ছেলে। আগে হাজী ফেরাজউদ্দিন মাটির ঢিলা-কুলুপ নিজ হাতে তৈরি করে বিভিন্ন মসজিদ-মাদরাসায় পৌঁছে দিতেন। এখন তিনি দোকান থেকে কাপড় ক্রয় করে দর্জি দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ তৈরি করে চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হিলি, বিরল, বীরগঞ্জ, দিনাজপুর সদর, নীলফামারীর সৈয়দপুরসহ বিভিন্ন উপজেলার মসজিদ-মাদরাসায় পৌঁছে দেন। প্রচারবিমুখ এই সাদা মনের মানুষ হাজী ফেরাজউদ্দিন বিগত ২০০১, ২০০৫ এবং ২০১২ সালে হজ পালন করেছেন। হাজী ফেরাজউদ্দিন জানান, নিজ হাতে গড়া এক একর জমিতে লিচুর বাগান। এই লিচু বাগানের আয় থেকে তিনি সংসারের নির্দিষ্ট চাহিদা মিটিয়ে বাকি অর্থ দিয়ে পবিত্র কোরআন শরিফের গিলাফ এবং পায়খানায় ঢিলা-কুলুপ সরবরাহ করে আসছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল বলেন, আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি তার এ মহৎ কাজগুলো। হাজী ফেরাজউদ্দিনের ইচ্ছা মৃত্যু পর্যন্ত তিনি এসব কাজ করে যেতে পারেন।
শিরোনাম
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
হাজী ফেরাজউদ্দিনের ব্যতিক্রমী সেবা
৫০ বছর ধরে মসজিদ-মাদরাসায় কোরআন শরিফের গিলাফ বিনামূল্যে সরবরাহ করছেন
মো. রিয়াজুল ইসলাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর