শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

বরিশালে করোনা রোগীর সেবায় রোবট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা রোগীর সেবায় রোবট

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা রোগীর সেবা দিচ্ছে কলেজছাত্র শুভ কর্মকারের তৈরি রোবট ‘সেবক’। শুভ কর্মকার তার উদ্ভাবিত রোবট ‘সেবক’ রোগীদের সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে দান করেন। ওই দিনই রোবটের রোগী সেবা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

কলেজছাত্র শুভ কর্মকারের উদ্ভাবিত রোবট ‘সেবক’ নানাভাবে রোগীকে সাহায্য করতে পারবে। ওই দিনই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন তাঁর অফিস কক্ষ থেকে রোবট ‘সেবক’ এর মাধ্যমে সরাসরি রোগীর সঙ্গে ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন। ডাক্তার যত দূরে থাকুক তার নির্দেশনা মেনে রোগীর সেবা নিশ্চিত করবে এই রোবট।

সর্বশেষ খবর