বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শক্ত অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

নগদ টাকা সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ব্যাংক ব্যবস্থার তারল্যের ওপর সজাগ দৃষ্টি বাংলাদেশ ব্যাংকের

শক্ত অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, কোনো একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না। গভর্নর বলেন, ‘আমাদের অর্থনীতির সহনশীলতা অনেক গভীরে। কোনো একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি কখনো পড়ে যাবে না। অর্থনীতিকে আমরা সেভাবেই শক্তিশালী করতে পেরেছি।’ অর্থনৈতিক অবস্থা আর খারাপ হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডলারের খুচরা বিক্রি কোটা কমানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলা সহজ করার পাশাপাশি বিদেশি মুদ্রা হিসাবের সুদ হার বাড়ানো হয়েছে। নগদ টাকার সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ব্যাংক ব্যবস্থার তারল্যের ওপর সজাগ দৃষ্টি রাখা হয়েছে। হুন্ডিতে রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় দেশে আনার কাজ শুরু হয়েছে। আরও বেশকিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলও মিলেছে। গেল বছরের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় এসেছে ২ হাজার ৭৩০ কোটি ডলার। রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০ কোটি ডলার।  একই সময়ে আমদানি হয়েছে ৪ হাজার ১২০ কোটি ডলার। আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যবধান অনেক কমে এসেছে। ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ে অর্থ পাচার রোধে ঋণপত্র খোলার সময় যাচাই-বাছাই করা হচ্ছে।

সর্বশেষ খবর