বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আইএমএফের ঋণ অনুমোদন প্রসঙ্গ

অর্থনীতির মূল ভিত্তি শক্ত : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতির মূল ভিত্তি শক্ত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির মৌলিক খাতগুলো শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। অন্য অনেক দেশের তুলনায় ভালো আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশের ঋণ অনুমোদনের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধ অনুসারে ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে আইএমএফ বোর্ডসভা। অর্থমন্ত্রী আইএমএফের প্রতি এ ঋণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশেষ করে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ এবং মিশনপ্রধান রাহুল আনন্দসহ যে দলটি এ ঋণের বিষয়ে বাংলাদেশ সফর করেছিল, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা এ ঋণ প্রকল্প নিয়ে কাজ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন আইএমএফ হয়তো আমাদের এ ঋণ দেবে না। তারা ভেবেছিল আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক খাতগুলো দুর্বল, তাই আইএমএফ এ ঋণ প্রদান থেকে বিরত থাকবে। এ ঋণ অনুমোদনের মাধ্যমে এও প্রমাণিত হলো যে, আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক খাতগুলো শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। অন্য অনেক দেশের তুলনায় ভালো আছে। উল্লেখ্য, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ওঠার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে আইএমএফের কাছে  ঋণের আবেদন করে বাংলাদেশ।

সর্বশেষ খবর