মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

স্বপ্নপূরণে একঝাঁক বিদেশি শিক্ষার্থী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে

স্বপ্নপূরণে একঝাঁক বিদেশি শিক্ষার্থী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে

যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার টগবগে তরুণ যুবক আবদুররিজাক আহমেদ গুলেদ। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গত বছর এসেছিলেন বাংলাদেশে। ভর্তি হয়েছিলেন বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এক বছর চার মাসব্যাপী মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে। সুদূর সোমালিয়া থেকে কেন এলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে? প্রকৌশল বা ইংরেজির মতো বিষয় বাদ দিয়ে কেনই বা বেছে নিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ? প্রশ্ন শুনেই একগাল হাসি দিয়ে ভাঙা ভাঙা বাংলায় বলতে শুরু করেন তার স্বপ্নের কথা। তার আগে সোমালিয়া থেকে বিভিন্ন সময়ে পড়াশোনা করতে আরও অনেকেই এসেছেন এ বিশ্ববিদ্যালয়ে। তারই দুই স্বদেশি আহমেদ আলি ও মোস্তফা মোহাম্মাদের গল্পও অনেকটা একই। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে পড়াশোনা করতে আসা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির। তারই ধারাবাহিকতায় ১৫ জন চীনা শিক্ষার্থী পড়তে আসেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর