মাতৃভূমি হার্ট কেয়ার ‘মাতৃভূমি গ্রুপ’-এর অন্যতম একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুরু থেকে হার্টের স্থায়ী সমস্যা সমাধানে কাজ করছে। তারই ধারাবাহিকতায় হার্টের চিকিৎসায় শুরু হয় ইইসিপি, বিসিটি, ইয়োগা, মেডিটেশন, খাদ্য পরিকল্পনা ব্যবস্থাপনা।
হার্টের সমস্যা নিয়ে আসা রোগীদের সফলতার সঙ্গে অপারেশন বা রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা দিয়ে আসছে মাতৃভূমি হার্ট কেয়ার। মাতৃভূমি হার্ট কেয়ারের চিকিৎসা ব্যবস্থাপনা নন-ইনভেসিভ অর্থাৎ কাটাছেঁড়া (ঈঅইএ) ছাড়া এবং ব্যথা-বেদনামুক্ত। হৃৎপিণ্ডের রোগ নিরাময়ে মাতৃভূমি হার্ট কেয়ার নিম্নলিখিত প্রক্রিয়ায় চিকিৎসা দিয়ে থাকে-বুক না কেটে সর্বাধুনিক চিকিৎসার মাধ্যমে বাইপাস (ইইসিপি)। জৈবরাসায়নিক শোধন প্রক্রিয়া বা আর্টারি ক্লিনজিং থেরাপি (বিসিটি) যা রক্তনালিতে থাকা ব্লক দূর করে, প্যাথলজি, খাদ্য পরিকল্পনা, যোগব্যায়াম, মেডিটেশন। ন্যাচারাল বাইপাস সর্বাধুনিক বিজ্ঞানভিত্তিক প্রমাণিত উপায় ও প্রায় শতভাগ সফল হৃদ্রোগ চিকিৎসা পদ্ধতি। ইইসিপি মেশিনে পর্যায়ক্রমে ৩০-৪০ ঘণ্টা সেবা দিয়ে এর মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালির ব্লকের আশপাশের অব্যবহৃত সুপ্ত রক্তনালি সক্রিয় হয়ে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বৃদ্ধি করে অর্থাৎ বন্ধ ধমনিটির আশপাশ দিয়ে ন্যাচারাল বাইপাস হয়ে যায়, কোনো কাটাছেঁড়া করতে হয় না। এ পদ্ধতিকে প্রাকৃতিক বাইপাস বলে। যার মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালির ব্লক প্রাকৃতিকভাবে বাইপাস হয় এবং সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গের বিভিন্ন প্রকারের বিপর্যয় হতে রক্ষা পায়। ইইসিপির অন্যান্য উল্লেখযোগ্য উপকারিতার মধ্যে রয়েছে-হার্ট অ্যাটাক প্রতিরোধ, কিডনি ও কিডনি সম্পর্কিত রোগ থেকে রক্ষা, পারকিনসনস রোগ প্রতিরোধ, স্মৃতিভ্রম দূরীকরণ, ডায়াবেটিস ও ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে মুক্তি। রক্তচাপ নিয়ন্ত্রণ, অন্যান্য সারকিউলেটরি রোগ থেকে মুক্তি, শ্রবণক্ষমতা হ্রাস দূরীকরণ ও টিনিটাস রোগ থেকে মুক্তি, দৃষ্টিহানি দূরীকরণ, অটোইমিউন রোগ থেকে মুক্তি, রিউমেটিজমমুক্ত দেহলাভ, পায়ের অস্থিমজ্জায় বল বৃদ্ধি। এ ছাড়া খেলাধুলার প্রবণতা বাড়িয়ে তোলা, বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করা, পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি। এটি একটি জৈবরাসায়নিক মিশ্রণ, যা স্যালাইন গ্রহণের মতো রক্তনালিতে প্রবেশ করিয়ে শরীরের ধমনিতে জমে থাকা ক্যালসিয়াম ও বিভিন্ন হেভি মেটাল বের করে ব্লকের সাইজ কমিয়ে দেয়। এ রসায়নের মাত্রা কেবল বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণ করে থাকেন, যা রোগীভেদে ভিন্ন হয়। এ চিকিৎসাব্যবস্থায় ৫০-৬০ দিনের মধ্যে ২০-৩০টি ডোজ দেওয়া হয়। এ চিকিৎসাসেবাকে অৎঃবৎু উবঃড়ীরভরপধঃরড়হ বলে। অন্য ভাষায় বলা যায় রক্তশোধন প্রক্রিয়া।
খাদ্য পরিকল্পনা মানুষের বয়স, ওজন ও উচ্চতার ভিত্তিতে নির্ধারণ করা হয়। শারীরিক অবস্থা, পুরুষ-নারীভেদে শারীরিক কর্মকাণ্ড ইত্যাদির ওপর নির্ভর করে যে খাদ্য তালিকা দেওয়া হয় তাকেই খাদ্য পরিকল্পনা বলে। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রোগীর রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ, খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। যেসব কারণে হৃদ্রোগ হয়, তার মধ্যে মানসিক চাপ রয়েছে শীর্ষে। টেনশন মানুষের হার্ট, ডায়াবেটিস, রক্তচাপসহ নানান রোগের জন্ম দেয়। মাতৃভূমি হার্ট কেয়ারে দক্ষ ও অভিজ্ঞ ইয়োগা-মেডিটেশন বিশেষজ্ঞ দ্বারা মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
এখানে বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসা ব্যবস্থাপনা। ইয়োগা মেডিটেশনসহ স্ট্রেস ম্যানেজমেন্ট। যুগোপযোগী মেশিন ও চিকিৎসাবিজ্ঞানের আলোকে হৃদ্রোগ চিকিৎসাসেবা প্রদান। উন্নতমানের নিজস্ব ল্যাবে সব ধরনের পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা। স্বাস্থ্যসম্মত পরিবেশ, আন্তরিকতা, নিয়মিত মনিটরিং।