সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খেলবেন তো মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

খেলবেন তো মাশরাফি

ইনজুরির সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব মাশরাফির। ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরিও সমান্তরালে হাঁটছে দেশসেরা পেসারের সঙ্গে। ছয় ছয়বার অস্ত্রোপচার করেছেন হাঁটুতে। তারপরও ক্রিকেট খেলছেন এবং দেশকে সাফল্য এনে দিচ্ছেন একজন সত্যিকারের ক্রিকেটযোদ্ধা হয়ে। তৃতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়ে বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের স্বর্ণচূড়ায় নিয়ে গেছেন মাশরাফি। ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু। টানা ষষ্ঠ সিরিজ জয় শেষ করেছেন আফগানিস্তান দিয়ে। এখন প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার। ক্রিকেটপ্রেমীরা চাইছেন সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকুক ইংলিশদের বিপক্ষে। প্রত্যাশা সবার থাকলেও মাশরাফি কি খেলতে পারবেন? আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বল করার সময় পিছলে ডান পায়ের অ্যাঙ্কলে ব্যথা পান। এই ব্যথা নিয়ে ম্যাচে ৬ ওভার বোলিং করেছেন। কিন্তু পুরোপুরি সুস্থ ছিলেন না। হেঁটেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যথাই শঙ্কার জন্ম দিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফির ইংল্যান্ড সিরিজে খেলা নিয়ে।      

দ্বিতীয় ওভারের  প্রথম বলে উইকেট নেন। দ্বিতীয় বলে বোলিং করার সময় ডান পা পিছলে যায়। তাতেই ব্যথা পান। অবশ্য ওভারটি শেষ করার পর আরও এক ওভার করেন। এরপর মাঠের বাইরে যান। ফিরেন এক ওভার বিরতি দিয়ে। মাঠে ফিরে আরও ৩ ওভার বোলিং করেন। এরপর আর মাঠ ছাড়েননি। সিরিজ জয়ের পাশপাশি দেশের শততম ওয়ানডে জয়টিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন। ম্যাচ শেষ হওয়ার পর মাশরাফিকে খোঁড়াতে দেখা গেছে। এটাই ভয়ের কারণ। তবে বরাবরের মতো আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন মাশরাফি, ‘ভয়ের কোনো কারণ নেই। আমি সুস্থ হয়েই ফিরব এবং খেলব। জায়গাটিতে একটু ফোলা আছে। কিন্তু সেটা ভয়ের কিছু নেই।’ আত্মবিশ্বাসী হলেও ইংল্যান্ড সিরিজ নিয়ে মনের কোণায় সামান্য শঙ্কাও রাখছেন, ‘এই হাঁটুতে আগেও ব্যথা পেয়েছি। সুস্থ হয়ে ফিরেছিও। ইংল্যান্ড সিরিজের এখনো ৫-৬ দিন বাকি। একটু ভাবনা থাকলেও আশা করি সুস্থ হয়ে যাব।’

ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ঢাকায়। ৭, ৯ ও ১২ অক্টোবর তিনটি ওয়ানডে খেলবে দলটি।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর