শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় দারুণ শুরু সিদ্দিকুরের

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার মেব্যাংক চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। প্রথম দিনে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে ১৯তম স্থানে রয়েছেন। ৩০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের তারকা তারকা গলফাররা। সেখানে প্রথম রাউন্ডে সিদ্দিকুরের ১৯তম স্থানে থাকাকে খারাপ বলার উপায় নেই। এমন টুর্নামেন্টে ‘কাট’ পাওয়াই কঠিন।

বাংলাদেশে সদ্য সমাপ্ত বসুন্ধরা বাংলাদেশ ওপেনে রানারআপ হয়েছেন সিদ্দিকুর। কিন্তু এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া থাইল্যান্ডের গলফার জাজ জানেওয়াতানন্দও মেব্যাংক চ্যাম্পিয়নশিপে খেলছেন। কিন্তু প্রথম দিন শেষে জাজ রয়েছেন ১০৯তম স্থানে। এখানে বোঝা যায়, কতটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই টুর্নামেন্টে।

তবে আরও ভালো করতে পারতেন সিদ্দিকুর। কেননা গতকাল শুরুটা দারুণ হয়েছিল তার। প্রথম হোলে ‘পার’ করার পর তৃতীয় হোলে পেয়ে যান ঈগল (ডাবল বার্ডি বা পারের চেয়ে দুই শট কম)। পরের হোলে আবার বার্ডি। তবে শেষের দিকে সুবিধা করতে পারেননি। আরও দুটি বার্ডি পেলেও দুটি বগিও খেতে হয়েছে থাকে। তারপরেও দিন শেষে ভালো অবস্থানেই রয়েছেন।

প্রথম দিনে পারের চেয়ে ৯ শট কম খেলে প্রথম স্থানে রয়েছেন স্কটল্যান্ডের গলফার মার্ক ওয়ারেন। পারের চেয়ে ৭ শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন থাইল্যান্ডের পাচারা।

সর্বশেষ খবর