Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১১

বোল্টই বিশ্বসেরা ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক

বোল্টই বিশ্বসেরা ক্রীড়াবিদ

বছরজুড়ে ফুটবলে দাপট দেখিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার জিতেছেন রোনালদো। কিন্তু পারেননি বর্ষসেরা ক্রীড়াবিদ হতে। এমনকি ৩৫ বছর বয়সে চোট কাটিয়ে ফিরেই অস্ট্রিয়ান ওপেন জেতা রজার ফেদেরারও বর্ষসেরা ক্রীড়াবিদ হতে পারেননি। হয়েছেন গতিমানব জ্যামাইকার উসাইন বোল্ট। গত অলিম্পিকে ট্র্যাক কাঁপিয়েছেন রীতিমতো। আর এতেই বিশ্বসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নেন। এ নিয়ে চতুর্থবার বিশ্বসেরা ক্রীড়াবিদ হলেন বোল্ট। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে সেরা পুরস্কারটি পেয়েছিলেন। মহিলা বিশ্বসেরা ক্রীড়াবিদ হয়েছেন জিমন্যাস্ট মিসোনো বাইলম। মঙ্গলবার মোনাকোর এক অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়। ফুটবলে বিশ্বকে চমকে দিয়ে ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লিস্টার সিটি ‘দ্য স্পিরিট অব স্পোর্ট’ পুরস্কার পেয়েছেন।


আপনার মন্তব্য