বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাতুরার চোখ বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক

হাতুরার চোখ বিশ্বকাপে

শ্রীলঙ্কা দলের কোচের দায়িত্ব নিয়ে অভিষেকটা দারুণ হয়েছে হাতুরাসিংহের। বাংলাদেশ সফরে তার শিষ্যরা তিন ফরম্যাটেই জয় পেয়েছে। তবে এ সাফল্যেই থেমে থাকতে চান না তিনি। শ্রীলঙ্কা নিয়ে আলাদা পরিকল্পনা আঁকতে শুরু করেছেন। দলের ভবিষ্যতের কথা চিন্তা করে ক্রিকেটারদের পুল বাড়ানোর চিন্তা-ভাবনা করছেন লঙ্কান এই কোচ।

ক্রিকেটার আলাদা পুল বাছাই নিয়ে হাতুরা বলেন, ‘বিভিন্ন পরিস্থিতিতে লড়াই করতে ক্রিকেটারদের বড় পুল চাই। প্রতিপক্ষের সামর্থ্য ও শক্তির দিক বিবেচনা করেই এ পুল বাছাই করা হবে।’ দলে বিকল্প খেলোয়াড় তৈরি করতেই পুল নিয়ে ভাবছেন এই কোচ। এ নিয়ে বলেন, ‘কখনো দেখবেন না একদল নিয়ে পড়ে আছি। সব ক্রিকেটারেরই সমানভাবে সুযোগ মিলবে। তবে যারা পারফর্ম করবে তারাই দলে থাকবে। সব সময় চেষ্টা থাকবে সেরা কম্বিনেশন দিতে যাতে জিততে পারি। হাতুরা বলেছেন, সামনেই ৫০ ওভারের বিশ্বকাপ। তাই চোখ রাখতে হবে এখুনি। আমার বিশ্বাস, ভালো পরিকল্পনা শ্রীলঙ্কাকে বিশ্বকাপও জেতাতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর