শিরোনাম
মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বহিষ্কৃত মার্টিনেজ এখন তারকা কোচ

ক্রীড়া ডেস্ক

বহিষ্কৃত মার্টিনেজ এখন তারকা কোচ

রবার্তো মার্টিনেজ বিখ্যাত কোচ নন। তাকে ঘিরে খুব একটা আলোচনাও হয়নি কখনো। স্পেনের হয়ে খেললেও পরিচিত মুখ ছিলেন না। অথচ রাশিয়া বিশ্বকাপে তারকা কোচের খ্যাতি পেয়ে যান মার্টিনেজ। বাছাই পর্বে পারফরম্যান্স দেখেই বিখ্যাত ফুটবল বিশ্লেষকরা বলতে শুরু করেন বিশ্বকাপে বেলজিয়াম এবার সবাইকে চমকে দেবে। ভালো খেলবে কিন্তু এতটা অপ্রতিরোধ্য হয়ে উঠবে কেউ ভাবতেই পারেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেই বেলজিয়াম দ্বিতীয় রাউন্ডে উঠে। এরপর এশিয়ার জাপান ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের আলোচিত দেশটি। ট্রফি জিতলে তো বিশ্ব পাবে নতুন এক চ্যাম্পিয়নকে। আজ ফ্রান্সকে হারাতে পারলেই বেলজিয়াম গড়বে নতুন এক ইতিহাস। যে মার্টিনকে নিয়ে এখন এত আলোচনা ও প্রশংসা তিনিই কিনা ব্যর্থতার দায়ে চাকরিও হারিয়েছিলেন। এভারটনের দায়িত্ব নেওয়ার পর দল খারাপ করায় কর্মকর্তারা তাকে বহিষ্কার করেন। সেই বহিষ্কৃত কোচই বেলজিয়ামকে বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

সর্বশেষ খবর