রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘ফুটবলের উন্নয়নে সবাইকেই কাজ করতে হবে’

ক্রীড়া প্রতিবেদক

‘ফুটবলের উন্নয়নে সবাইকেই কাজ করতে হবে’

কুইজ ড্র অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পরিবারের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

বস্তার পর বস্তা কুপন টেবিলের উপর স্তূপ করে রাখা। সেখান থেকে উলট-পালট করে বিজয়ীদের কুপন তুলে নিচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবং কাজী জসিম উদ্দিন জোসি। এত এত কুপন দেখে বিস্মিত হয়ে যান আমন্ত্রিত অতিথিরা। শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘এখানে কুপনগুলো দেখেই বুঝা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন কতোটা জনপ্রিয়।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনে আমার লেখাগুলো প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন পেয়েছি ভক্তদের।’ তিনি বিশ্বকাপ কুইজের আয়োজন করায় বাংলাদেশ প্রতিদিন ও ওয়ালটনকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য এগিয়ে আসতে সবাইকে অনুরোধ করেন। সাবেক ফুটবলার কাজী জসিম উদ্দিন জোসী বলেন, ‘আমি আগেও অনেক অনুষ্ঠানে গিয়েছি তবে এমন অনুষ্ঠানে এই প্রথম এলাম।’ কুপনের পরিমাণ দেখে তিনিও বিস্মিত হন। ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর বাংলাদেশের সোনালি অতীতকে স্মরণ করে বলেন, ‘এক সময় আমরা মাঠে যেতাম আসলাম (ভাইয়ের) দুর্দান্ত হেড দেখতে।’ তিনি দাবি জানান, যাদের হাতে ফুটবলের দায়িত্ব তুলে দিলে ভালো হবে তাদের হাতেই যেন দায়িত্ব দেওয়া হয়। হুমায়ুন কবীর সবাইকে একসঙ্গে ফুটবলের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক সারা জীবন থাকবে বলেও তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের বাংলাদেশের ফুটবলের সোনালি অতীতকে স্মরণ করেন। তিনি বাংলাদেশ প্রতিদিন পরিবার ও ওয়ালটনের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। কুইজের ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সঙ্গে হাত মিলিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র অফিসার আরজু হোসেন। আরও ছিলেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, উপসম্পাদক মাহমুদ হাসান, চিফ নিউজ এডিটর মাশুক চৌধুরী, নিউজ এডিটর কামাল মাহমুদ, সহকারী সম্পাদক সুমন পালিত, মার্কেটিং অ্যাডভাইজার খন্দকার কামরুল হক শামীম, হেড অব সার্কুলেশন বিল্লাল হোসেন, হেড অব মার্কেটিং মাসুদুর রহমান এবং ক্রীড়াসম্পাদক মনোয়ারুল হকসহ কর্মকর্তাগণ।

সর্বশেষ খবর