সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘সাকিব ছাড়া নিউজিল্যান্ড সিরিজ কঠিন হবে’

ক্রীড়া প্রতিবেদক

‘সাকিব ছাড়া নিউজিল্যান্ড সিরিজ কঠিন হবে’

মাশরাফি বিন মর্তুজা

তিন বছর আগে নিউজিল্যান্ডের মাটিতে অতিমানবীয় ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। খেলেছিলেন ডাবল সেঞ্চুরির ইনিংস। এবারও ফর্মের তুঙ্গে থেকে নিউজিল্যান্ডে যাওয়ার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। কিন্তু বিপিএল ফাইনালে আঙ্গুলে ব্যথা পান। ওই ব্যথায় সাকিবকে মাঠের বাইরে থাকতে হচ্ছে চার সপ্তাহ। মিস করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাকিবকে ছাড়াই পরশু রাতে ঢাকা ছেড়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন। এর আগে নিউজিল্যান্ডে পা রেখেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানসহ ১০ ক্রিকেটার। গতকাল বাংলাদেশ একটি প্রস্তুতি ওয়ানডেও খেলেছে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে এবং হেরেছে। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ছাড়া ওয়ানডে সিরিজ কঠিন মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি।

২০০৭ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। ২০১৬ সাল পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাট মিলিয়ে ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি এখন পর্যন্ত। এবার স্বপ্ন দেখছে টাইগাররা ভালো কিছুর। কিন্তু সাকিবকে ছাড়া সেটা কি সম্ভব? ঢাকা থেকে নিউজিল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন সাকিব ছাড়া সিরিজ কঠিন হবে, ‘নিউজিল্যান্ড সফর সবসময়ই কঠিন। সাকিবকে ছাড়া সিরিজ আরও কঠিন হবে। যদিও গতবছর তাকে ছাড়া বেশ কিছু ম্যাচ খেলেছিলাম আমরা। এবারও তাকে ছাড়া খেলার সেই চেস্টাটা করবো।’ গত বছরের জানুয়ারীতে প্রথম আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন। এরপর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে পারেননি। এরপর মার্চে নিদাহাস ট্রফির বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। সর্বশেষ সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল না খেলেই ফিরে আসেন দেশে। এবারও তাকে ছাড়া নিউজিল্যান্ডে খেলতে হচ্ছে বাংলাদেশকে।

সর্বশেষ খবর