রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

রানার্সআপ : পাকিস্তান

অংশগ্রহণকারী দল : ১২টি

মোট ম্যাচ : ৪২টি

 

ম্যান অব দ্য ফাইনাল

শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া।

ম্যান অব দ্য সিরিজ

ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকা।

দলীয় সর্বোচ্চ

ভারত ৩৭৩/৬, শ্রীলঙ্কার বিরুদ্ধে।

দলীয় সর্বনিম্ন

স্কটল্যান্ড ৬৮, ওয়েস্ট ইন্ডিজের রিবুদ্ধে।

ব্যক্তিগত সর্বোচ্চ (মোট): রাহুল দ্রাবিড় ৪৬১, ভারত।

সর্বোচ্চ স্কোর: সৌরভ গাঙ্গুলি ১৮৩, ভারত।

সর্বোচ্চ পার্টনারশীপ

৩১৮ রান, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়, ভারত।

সর্বাধিক উইকেট: শেন ওয়ার্ন ২০টি (অস্ট্রেলিয়া) ও

জিওফ অ্যালট ২০টি (নিউজিল্যান্ড)।

সেরা বোলিং: গ্লেন ম্যাকগ্রা ৫/১৪, অস্ট্রেলিয়া। 

সর্বাধিক ডিসমিশাল : মঈন খান ১৬টি, পাকিস্তান। 

সর্বাধিক ক্যাচ : ডেরিল কালিনান ৯টি, অস্ট্রেলিয়া।

হ্যাটট্রিক : সাকলাইন মুস্তাক, পাকিস্তান।

 

ফাইনাল

ফাইনালে কোনো উত্তেজনাই ছিল না। শেন ওয়ার্নের ঘূর্ণির কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায়। ওয়ার্ন ৩৩ রানে নেন ৪ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ২০.১ ওভার খেলেই জিতে যায় অস্ট্রেলিয়া। ৫৪ রান করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। ম্যাচ-সেরা ওয়ার্ন।

 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ১৩২/১০ (৩৯ ওভার) (ইজাজ ২২, রাজ্জাক ১৭, ইনজামাম ১৫; ওয়ার্ন ৪/৩৩, ম্যাকগ্রা ২/১৩, মুডি ২/১৭)

অস্ট্রেলিয়া : ১৩৩/২ (২০.১ ওভার) (গিলক্রিস্ট ৫৪, মার্ক ওয়াহ ৩৭*, পন্টিং ২৪; সাকলাইন ১/২১, ওয়াসিম ১/৪১)

 

ফল : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর