মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালেন স্টেইন

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালেন স্টেইন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। ৩৬ বছর বয়সী এই পেসার ৪৩৬ উইকেট শিকার করেছেন। এ বছরই তিনি শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। তবে সাদা পোশাকে না খেললেও প্রোটিয়াদের হয়ে তিনি ওয়ানডে ও টি-২০ খেলা চালিয়ে যাবেন। গতকাল নিজের প্রতিক্রিয়ায় স্টেইন বলেন, ‘আজ আমি আমার সবচেয়ে পছন্দের ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমার কাছে তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যে এই ফরম্যাটটাই সেরা। এটা ভাবতেই খারাপ লাগছে যে আমি আর টেস্ট খেলব না। তবে এখন আমি অনেক বেশি ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে মনোযোগ দিতে পারব।’

ডেল স্টেইন ২০০৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালে উইজডেন সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর টেস্ট বোলার হিসেবে তিনি রেকর্ড ২৬৩ সপ্তাহ শীর্ষে ছিলেন।

তবে শেষের দিকে ইনজুরি স্টেইনকে অনেক বেশি ভুগিয়েছে।

সর্বশেষ খবর