সামনে নেপালের কাঠমা-ুতে সাউথ এশিয়ান (এসএ) গেমস। এর আগে ১৯৮৪ ও ১৯৯৯ সালে কাঠমা-ুতে এ গেমসের আসর বসে। বাংলাদেশ এবার কটি ডিসিপ্লিনে অংশ নেবে তা নিশ্চিত নয়। তবে সাঁতার, অ্যাথলেটিকস, আরচারি, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও খো খোতে অংশ নেবেই। কিছু ইভেন্টের ক্যাম্পও শুরু হয়ে গেছে। কিন্তু স্বস্তিতে নেই তারা। সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। আর তা হলো ডেঙ্গু। ক্যাম্পে এডিস মশা আছে কিনা এ নিয়ে ক্রীড়াবিদদের দুশ্চিন্তার শেষ নেই। খো খো, কাবাডি ও বাস্কেট বলের বেশ কজন খেলোয়াড় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আতঙ্কে অনেকের রক্ত পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেছেন, সত্যিই ক্যাম্পে ডেঙ্গু আমাদের ভাবিয়ে তুলেছে। গেমস দ্বারপ্রান্তে। এখন অনুশীলনটা জরুরি। কিন্তু সবার ভিতরে ভয় এমনভাবে ঢুকে গেছে যে মনোযোগসহকারে অনুশীলন করা যাচ্ছে না। জানি না এ আতঙ্ক কাটবে কবে। ১৯৮৪ সাল থেকে সাউথ এশিয়ান গেমসে পদক তালিকায় শীর্ষে থাকে ভারত। এবারও তারা সেই অবস্থান ধরে রাখবে। ভারতকে টপকানোর সাধ্য কারও নেই। বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে? গেমস ইতিহাসে ২০১০ সালে বাংলাদেশ ১৮টি সোনার পদক জিতে। গতবার আসে চারটি। এবার কি যে করবে বলা মুশকিল। কেননা বাংলাদেশের প্রতিযোগীরা লড়বেন কি? অনুশীলনেই তো তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এ ব্যাপারে সতর্ক। চিকিৎসকও নিয়োগ দিয়েছে। সন্দেহ জাগলেই চেকআপ করা হচ্ছে। তবে ডেঙ্গু আতঙ্ক দূর হচ্ছে না।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
প্রতিপক্ষ যেখানে ডেঙ্গু!
এসএ গেমসের ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর