শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্কটল্যান্ডকে হারিয়ে সিঙ্গাপুরের চমক

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটে একেবারেই অপরিচিত নাম সিঙ্গাপুর। পৃথিবীর অন্যতম ধনী দেশটি অবশ্য বেশ অনেকদিন ধরেই ক্রিকেট খেলছে। আইসিসি সহযোগী দেশ হিসেবে এখন বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে শুরু করছে। কিছুদিন আগে ঘরের মাঠে তিন জাতির টুর্নামেন্টে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে হারিয়ে চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। এবার চমক সৃষ্টি করেছে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে দেশটি ২ রানে স্কটল্যান্ডকে হারিয়ে জন্ম দিয়েছে বিস্ময়ের। দলটির অধিকাংশ ক্রিকেটার ভারতীয় বংশোভূত। দুই দুটি বিশ্বকাপ খেলা স্কটল্যান্ডের বিপক্ষে দেশটিকে জয় তুলে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন ৪০ বছর বয়স্ক অফ স্পিনার সেলাডোরে বিজয়কুমার। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৯ রানের টার্গেটে স্কটিশদের ইনিংস থেমে যায় ১৬৬ রানে। প্রথমে ব্যাট করে সিঙ্গাপুর ২০ ওভারে সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৮ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার চন্দ্রমোহন। ৫৫ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ২ ছক্কা। আরেক ম্যাচে নেদারল্যান্ডস ৩০ রানে হারিয়েছে কেনিয়াকে। প্রথমে নেদারল্যান্ডস করেছিল ৪ উইকেটে ১৬৬। জবাবে কেনিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৩৬।

সর্বশেষ খবর