শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বার্সা-রিয়াল দুই জায়ান্টের বিদায়

ক্রীড়া ডেস্ক

লা লিগা কিংবা কোপা দেল রে কাপ, স্পেনের দুই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি কল্পনা করা কঠিনই ছিল। কালেভদ্রে দুই দলের বাইরে অন্যরা এ দুই টুর্নামেন্টে জয়ী হতে পারে। ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো কোপা দেল রে কাপের সেমিতে নেই দুই জায়ান্টের কোনোটাই। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ৪-৩ গোলে হেরেছে সুসিদাদের কাছে। সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তিক্ত স্বাদ পেল জিদানের শিষ্যরা।

অন্যদিকে বার্সেলোনা বাস্ক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে ১-০ গোলে। বার্সেলোনার পরাজয়টা বেশ দুঃখজনক। ম্যাচের একেবারে শেষ

মুহূর্তে সার্জিও বাসকুয়েটসের আত্মঘাতী গোলে পরাজিত হয় কাতালানরা। রিয়াল মাদ্রিদের পক্ষে মার্সেলো, রডরিগো এবং ন্যাচো গোল করলেও দলকে জয়

উপহার দিতে পারেননি।

দুই দল একই দিনে বিদায় নিয়েও একটা রেকর্ড গড়েছে। এর আগে সর্বশেষ ১৯৫৫ সালের ২৯ মে কোপা দেল রে কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হেরেছিল সেভিয়ার কাছে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেই হেরেছিল বার্সেলোনা। এ পরাজয়ের পর রিয়াল কোচ জিদান হতাশা ভুলে সামনে ছোটার পরামর্শ দিয়েছেন শিষ্যদের। তার মতে, পরাজয় সব সময়ই তিক্ত। কিন্তু এ নিয়ে পড়ে থাকলে হবে না। সামনে অনেক কঠিন ম্যাচ আছে। সে সবের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। বার্সেলোনার জন্য এ পরাজয়টা বেশ বেদনা। লা লিগায় শীর্ষস্থান হারানোর পর কোপা দেল রে কাপ থেকেও বিদায় নিল দলটা। চলতি মৌসুমে শিরোপাহীন থাকার ভয়টা আরও জেঁকে বসেছে বার্সাভক্তদের মনে!

সর্বশেষ খবর