মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ম্যারাডোনার মাঠে মেসির বার্সা

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা বার্সেলোনাতে খেলেছেন। তবে তাকে সাধারণত নেপোলির ঘরের ছেলে হিসেবেই ভাবা হয়। নেপলসের এই ক্লাবে দীর্ঘ সময় কাটিয়েছেন ম্যারাডোনা। জয় করেছেন অনেক ট্রফি। ম্যারাডোনার সেই মাঠেই আজ খেলতে নামছেন লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-নেপোলি। অন্য ম্যাচে আজ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে চেলসি-বায়ার্ন মিউনিখ।

উয়েফার কোনো প্রতিযোগিতায় কখনো মুখোমুখি হয়নি বার্সেলোনা ও নেপোলি। তবে দুই দল গত বছর দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ন্যু ক্যাম্পে বার্সেলোনা জিতেছিল ২-১ ব্যবধানে। আর নেপলসে জিতেছিল ৪-০ গোলে। গত বছরের রেকর্ডের পাশাপাশি লিওনেল মেসির দারুণ ফর্মও অনেকটা এগিয়ে রাখছে কাতালানদের। দিন কয়েক আগেই মেসি চার গোল করেছেন লা লিগায়। তবে বার্সা কোচের জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে, ইনজুরির কারণে দলে নেই লুইস সুয়ারেজ, রবের্তো এবং ওসমান ডেম্বলে। দেখা যাক, মেসি আবারও তাদের অভাব দূর করতে পারেন কি না!

সর্বশেষ খবর