বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে ড্র করার পর এবার ঘরের মাঠে হেরে গেল জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্র। মোহামেডানের কাছে ২-১ গোলে পরাজয়ে মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক লড়াই চলে। ম্যাচের ৬ মিনিটে সুযোগ পেয়ে যায় মোহামেডান। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দলের ফুটবলার সুলেমানে দিয়াবাতে। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। বারবার প্রতিপক্ষের ওপর চড়াও হলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। কয়েকটি সুযোগও হাতছাড়া করে তারা। প্রথমার্ধের ৪২ মিনিটের সময় কাক্সিক্ষত গোল পায় শেখ রাসেল। পেদ্রো হেনরিকের দুর্দান্ত গোলে খেলায় সমতায় ফিরে স্বাগতিকরা।
বিরতি শেষে ম্যাচে বেড়ে যায় উত্তেজনা। জয়ের লক্ষ্যে দুদল মরিয়া হয়ে ওঠে। চলে পাল্টাপাল্টি আক্রমণ। পয়েন্ট ভাগাভাগিতে কেউই যেন রাজি নয়। দুদলই জয় নিয়ে মাঠ ছেড়ে পূর্ণ পয়েন্ট নিতে চায় নিজের ঝুলিতে। এমন উত্তেজনাকর ম্যাচের ৮৬ মিনিটের সময় মোহামেডানকে আনন্দে ভাসান শাহেদ হোসেন। শেষ পর্যন্ত চমক দেখিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো জার্সিধারীরা। এই জয়ে তিন ম্যাচে মোহামেডান ৬ ও শেখ রাসেল ২ পয়েন্ট সংগ্রহ করল। ঢাকায় অনুষ্ঠিত আরেক ম্যাচে পুলিশ ২-১ গোলে উত্তর বারিধারাকে পরাজিত করে।