শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভবিষ্যতের জন্য প্রস্তুত রিয়াল

ক্রীড়া ডেস্ক

লুইস ফিগো, জিদান, বেকহ্যামদের পর রিয়াল মাদ্রিদভক্তরা দেখেছে ক্রিস্টিয়ানো রোনালদো যুগ। ২০১৮ সালে সেই যুগ শেষ হতেই রিয়াল মাদ্রিদ এক কঠিন সংকটে পড়ে যায়। গত দুই বছরে ক্লাবটি লিগ এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের অবস্থান মোটেও সুসংহত করতে পারেনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালও খেলতে পারেনি। তবে বর্তমান এই কঠিন সংকট থেকে উত্তরণের পথ প্রস্তুত করে রেখেছে লস বø্যাঙ্কোসরা। ভবিষ্যতের তারকা ফুটবলারদের অনেককেই দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে নাম কুড়াতে শুরু করেছেন ব্রাজিলিয়ান তরুণ রডরিগো। এ ছাড়াও দলে আছেন মার্টিন ওডেগার্ড (১৬ বছর), তাকেফুসা কোবো (১৮ বছর), ফেডেরিকো ভালভার্দে, ব্রাহিম দিয়াজ (১৯ বছর), আন্দ্রি লুনিন (১৯ বছর) এবং এডার মিলিটাও (২০ বছর)। এই তরুণরাই একদিন বিশ্বসেরা হিসেবে আবিভর্‚ত হতে পারেন। তাছাড়া রডরিগোর সঙ্গে বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে ঠাঁই করে নিয়েছেন রেইনার এবং ভিনিসাস। এসব তরুণরাই রিয়াল মাদ্রিদকে পুরনো গৌরব ফিরিয়ে দিবেন বলে আশা করছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পিরেজ।

সর্বশেষ খবর