শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফুটবল ছেড়ে পড়াশোনায় মগ্ন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ফুটবল ছেড়ে পড়াশোনায় মগ্ন রোনালদো

করোনাভাইরাসে ঘরবন্দী ফুটবলাররা। অলস সময় কাটাতে নানা চ্যালেঞ্জে মেতেছেন সুপার স্টাররা। লিওনেল মেসির তৈরি করা টয়লেট পেপার চ্যালেঞ্জ সাড়া ফেলেছিল সবার মধ্যে। সেই চ্যালেঞ্জের অংশ হিসেবে টিস্যুর রোল দিয়েই ফুটবল খেলেছিলেন মেসি। আরেক বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আবার বেছে নিয়েছেন ভিন্ন পথ। ফুটবলের কারণে পড়াশোনা ঠিকমতো হয়নি তার। এজন্য অশিক্ষিত বলে অনেক তিরস্কারও শুনতে হয়েছে রোনালদোকে। প্রায় ২০ বছর ধরে তার ধ্যানজ্ঞানে শুধুই ফুটবল। এখন হোম কোয়ারেন্টাইনে সময়টাকে পড়াশোনার কাজে লাগাতে চান রোনালদো। এটিকে রীতিমতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটিই জানালেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা। খাতা-কলম নিয়ে একটি সেলফি তুলে আপলোড করেছেন। বলেছেন, সময়টা এখন শিক্ষিত হওয়ার!

সর্বশেষ খবর