রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

আফ্রিদির অন্যরকম উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

আফ্রিদির অন্যরকম উদ্যোগ

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মানবিক আচরণের কথা কে না জানে? তার ‘আফ্রিদি ফাউন্ডেশন’ এই করোনার সময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। দুস্থ মানুষকে সহায়তা করার লক্ষ্যে নিলামে তোলা মুশফিকুর রহিমের ব্যাটও কিনে নিয়েছেন আফ্রিদি। এবার আরেকটি ভিন্নধর্মী উদ্যোগের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন শহীদ আফ্রিদি। এই করোনাকালে জম্মু-কাম্মীরের এক ক্রিকেটারকে নিজের কাছে রেখে প্রশিক্ষণ দিচ্ছেন। ওই ক্রিকেটারের নাম মীর মুর্তাজা, তিনি আফ্রিদির বাসাতেই থাকেন। ২০ বছর বয়সী এই ক্রিকেটার তিন মাস প্রশিক্ষণ নেবেন পাক তারকার কাছে।

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘মুর্তাজা খুবই মেধাবী ক্রিকেটার। সে আমার কাছে শিখতে চাইলো, তাই শেখাচ্ছি। বিশে^র যেকোনো ক্রিকেটার যদি আমার কাছে শিখতে চায়, আমি তাকে শেখাবো।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর