রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

টুকটিাকি

টুকটিাকি

মেসি-রোনালদোর পাশে...

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার দিয়েগো কস্তা এবার নাম লেখালেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে! না, ঠিক পারফরম্যান্স দিয়ে নয়। কারণ, পারফরম্যান্সের কথা চিন্তা করলে দুই তারকার ধারেকাছেও নেই কস্তা। তবে এবার মেসি ও রোনালদোর মধ্যে কস্তাও কর ফাঁকির মামলায় পড়েছেন। এখানেই তাদেরকে এক কাতারে নিয়ে এসেছে।

 

সাকিবকে অপমান করায়...

কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো শিরোপা জিতে ২০১২ সালে। ফাইনালে দলে ছিলেন দুই বাঙালি- সাকিব আল হাসান ও কলকাতার মনোজ তিওয়ারী। সম্প্রতি রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফাইনালের প্রশংসা করে অনেকের প্রশংসা করেছেন, কিন্তু সেখানে নেই সাকিব ও তিওয়ারীর নাম। এতে অপমানিত বোধ করে তিওয়ারী বলেন, ‘সবার নাম আছে, আমার আর সাকিবের নাম নেই কেন?’

 

বোমা ফাটালেন মুস্তাক

পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মুস্তাক আহমেদ জানিয়েছেন, তিন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডার নাকি বলেছেন, ভারত চায়নি ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে খেলুক। বিশ্বকাপের সময় ওয়েস্ট দলের সঙ্গে ছিলেন মুস্তাক। তিনি বলেন, ‘সেমিতে ভারত হারার পর আমাকে গেইল, রাসেল ও হোল্ডার বলেছে একথা।’

 

ফ্রান্সে ক্ষোভ

পার্শ্ববর্তী দেশ ইংল্যান্ডে ফুটবল লিগ শুরু হওয়ার অপেক্ষায় আছে। জার্মানিতে লিগ চলছে। ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে ফুটবল শুরু হয়েছে। কিন্তু আরও অনেক আগেই লিগ বাতিল করে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত নিয়ে এবার তুমুল বিতর্ক চলছে ফ্রান্সে। ফরাসি মিডিয়ায় এরই মধ্যে লিগ ওয়ান কর্তৃপক্ষকে ‘ইডিয়ট’ বলে আখ্যায়িত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর