শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

টি-২০তে ব্রাভোর ৫০০ উইকেট

ক্রীড়া ডেস্ক

টি-২০তে ব্রাভোর ৫০০ উইকেট

টি-২০ ক্রিকেটের দুর্দান্ত ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন। ৩৯০ উইকেট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা। তিনে সুনিল নারাইন ৩৮৩, চারে ইমরান তাহির ৩৭৪ ও পাঁচে থাকা সোহেল তানভীরের উইকেট সংখ্যা ৩৫৬টি। ছয়ে থাকা বাংলাদেশের সাকিব আল হাসানের উইকেট ৩৫৪টি। ব্রাভো সারা পৃথিবী ঘুরে ঘুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলেন। এখন খেলছেন ক্যারিবীয় ক্রিকেট লিগে (সিপিএল)। গতকাল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সেন্ট লুসিয়া জুকসের রাহিম কর্নওয়ালকে আউট করে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়েন। ৩৭ বছর বয়স্ক ব্রাভোর উইকেট সংখ্যা ৪৫৯ ম্যাচে ৫০১টি। সিপিএলে তার উইকেট সংখ্যা ১০১টি। মাইলফলক গড়ে তিনি মাথার উপর ৫ আঙ্গুল প্রদর্শন করে হাসি মুখে বলছিলেন, ‘ফাইভ হান্ড্রেড’! ‘ফাইভ হান্ড্রেড’ বলে। 

সর্বশেষ খবর