বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রোনালদো ১০১

ক্রীড়া প্রতিবেদক

রোনালদো ১০১

ক্রিকেটে হরহামেশা সেঞ্চুরি হচ্ছে। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি এমনকি কোয়াড্রল সেঞ্চুরিও হাঁকাচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু ফুটবলে সেঞ্চুরি, একটু বেশিই বাড়াবাড়ি। ফুটবল ইতিহাসে গোলের সেঞ্চুরি সাকল্যে দুটি। গোলের সংখ্যায় প্রথম সেঞ্চুরিয়ান ইরানের আলি দাইয়ি। এবার তার সঙ্গী হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। দাইয়ির গোল ১০৯। পরশু রাতে ইউরোপিয়ান নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচে দুটিই গোল করেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের তারকা ফুটবলার রোনালদো। সিআর-সেভেন খেলতে নেমেছিলেন ৯৯ গোল নিয়ে। প্রথমার্ধের শেষ মিনিটে গোলের সেঞ্চুরি করেন এবং দ্বিতীয়ার্ধে অসাধারণ এক ফ্রি কিকে গোলের সংখ্যাকে ১০১ করেন। পর্তুগালের হয়ে ১৬৫ ম্যাচে বিশ্বসেরা ফুটবলার গোলগুলো করে ফুটবল ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হয়েছেন। ইউরোপীয় ফুটবলে তিনিই একমাত্র ফুটবলার যিনি গোলের সেঞ্চুরি করেছেন। বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে ভারতের সুনীল ছেত্রী ৭২ গোল করে দুইয়ে এবং আর্জেন্টিনার লিওনেল মেসির গোল ৭০টি। ৬১টি করে গোল করে তিনে রয়েছেন নেইমার ও রবার্তো লেভানডোভস্কি।  নেশন্স লিগে পরশু রাতে রোনালদোর পর্তুগাল টানা দ্বিতীয় জয় তুলে নিতে ২-০ গোলে হারিয়েছে সুইডেনকে। পর্তুগাল নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে আরও একটি বড় ম্যাচের দিকে তাকিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল। ২৬ মাস আগের ফলই পুনরাবৃতি হয়েছে পরশু রাতে। দিদিয়ের দেশমের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ক্রোয়েশিয়াকে। একই দিন বেলজিয়াম ৫-১ গোলে আইসল্যান্ড, আর্মেনিয়া ২-০ গোলে এস্তোনিয়া, মন্টেনেগ্রো ১-০ গোলে লুক্সেমবার্গ, আজারবাইজান ১-০ গোলে সাইপ্রাস এবং লিচেনস্টেইন ১-০ গোলে সান ম্যারিনোকে হারিয়েছে। ড্র হয়েছে ইংল্যান্ড-ডেনমার্ক এবং জর্জিয়া-উত্তর ম্যাসিডোনিয়া ম্যাচ। ৩৪ বছর বয়স্ক রোনালদোর অভিষেক ২০০৩ সালের আগস্টে কাজাখস্তানের বিপক্ষে। তার গোল গোলগুলোর মধ্যে ১৭টি প্রীতিম্যাচে, ৩০টি বিশ্বকাপ বাছাইপর্বে, ৩১ গোল ইউরোপীয় বাছাইপর্বে, ইউরোতে ৯টি, বিশ্বকাপে ৭টি, কনফেডারেশন্স কাপে ২ গোল, উয়েফা নেশন্স লিগে ৫ গোল করেছেন। ম্যাচ প্রতি তার গোলের হার ০.৬১। ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি ৭ গোল করেছেন সুইডেন ও লিথুনিয়া, ৫টি করে অ্যান্ডোরা, আর্মেনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ, ৪টি করে নেদারল্যান্ডস ও হাঙ্গেরি, ৩টি গোল করেছেন স্পেনের বিপক্ষে। এছাড়া একটি করে গোল করেছেন আর্জেন্টিনা, ক্রোয়েশিয়ার বিপক্ষে। শুধু গোল করতে পারেননি ব্রাজিল, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে। ইউরোপের প্রথম ও বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরি করা রোনালদো উচ্ছ্বসিত নতুন মাইলফলক গড়ে, ‘দুটি গুরুত্বপূর্ণ আমাকে এই মাইলফলকটি গড়তে সাহায্য করেছে। আমি খুবই খুুিশ যে আমার গোলে দল জিতেছে এবং গোল দুটি ছিল ১০০ ও ১০১ নম্বর।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর