বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সেমিফাইনালে ওসাকা

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে ওসাকা

মহিলা জাজের গায়ে বল ছুড়ে ইউএস ওপেন থেকে বাদ পড়েছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকার বিদায়ে ইউএস ওপেনের শিরোপা এখন উন্মুক্ত হয়ে পড়েছে। যে কেউ জিততে পারে। শিরোপা জয়ের লড়াইয়ের প্রথম ধাপ সেমিফাইনালে গতকাল জায়গা করে নিয়েছেন পঞ্চম বাছাই রাশিয়ার আলেকজান্দার জাভারেভ। ফাইনালে উঠার লড়াইয়ে জাভারেভ লড়বেন ২০ নম্বর বাছাই স্পেনের পাবলো কাররেনো বুস্তার বিপক্ষে। জাভারেভা সেমিতে জায়গা নিতে হারান ২৭ নম্বর বাছাই জার্মানির ২৩ নম্বর বাছাই বর্ণা বরিচকে। যদিও প্রথম সেটে হেরে গিয়েছিলেন তিনি। পরের সেটগুলো জিততে তার কোনো সমস্যা হয়নি। প্রথম সেট তিনি হেরেছিলেন ১-৬ গেমে। পরের তিনটি জিতে নেন ৭-৬, ৭-৬ ও ৬-১ গেমে। সেমিতে তার প্রতিপক্ষ বুস্তা জয় পান প্রায় চার ঘণ্টার লড়াইয়ে। বুস্তা ৩-৬, ৭-৬, ৭-৬, ০-৬ ও ৬-৩ গেমে হারান ১২ নম্বর বাছাই কানাডার ডেনিস শাপাভালোভাকে। মহিলার এককের সেমিফাইনালে উঠেছেন ৪ নম্বর বাছাই জাপানের নাওমি ওসাকা। ২০১৮ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা সরাসরি ৬-৩ ও ৬-৪ গেমে হারান ২৭ বছর বয়সী ৯৩ নম্বর বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে। ফাইনালে উঠার লড়াইয়ে ওসাকার প্রতিপক্ষ ২৮ নম্বর বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডির বিপক্ষে। ক্যারিয়ারে এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন। কোয়ার্টার ফাইনালে তিনি ৬-৩ ও ৬-২ গেমে হারান কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে। সেরা চারে জায়গা করে উচ্ছ্বসিত ওসাকা রজার্সেও বিপক্ষে একটু নার্ভাস ছিলেন বলেন, ‘সত্যি বলতে তার বিপক্ষে খেলতে নেমে আমি একটি চিন্তিত ছিলাম। কেননা তার বিপক্ষে আমি কখনোই জিততে পারিনি। ওই ম্যাচগুলো আমার মনে গেঁথে ছিল। তাই আমি চেয়েছিলাম প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে পেরে আমি এখন সন্তুষ্ট।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর