বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অন্ধকারে হকির প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক

অন্ধকারে হকির প্রিমিয়ার লিগ

১৫ সেপ্টেম্বর হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভা। বেশ কিছু এজেন্ডা নিয়ে এ সভা হবে বিমান বাহিনীর ফ্যালকন হলে। এর গুরুত্বপূর্ণ এজেন্ডা প্রিমিয়ার লিগ। প্রায় তিন বছর ধরে এ লিগ বন্ধ। করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে লিগ মাঠে নামাতে চায় ফেডারেশন। কিন্তু আদৌ প্রিমিয়ার লিগ হবে কিনা সংশয় থেকেই যাচ্ছে। লিগ কমিটি ক্লাবগুলোকে চিঠি পাঠিয়েছে তাদের প্রতিনিধির নাম চেয়ে। ১৪ সেপ্টেম্বরের মধ্যে নাম দিতে হবে। অথচ এখনো কোনো ক্লাব থেকে সাড়া মেলেনি। তাহলে কি ক্লাবগুলো চায় না লিগ মাঠে গড়াক। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এখানেও চলছে ষড়যন্ত্র। বিশেষ একটি ক্লাবকে যতক্ষণ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলোনোর অনুমতি না দেবে প্রতিনিধির নাম পাঠানো হবে না। এখন এ অবস্থা হলে সভায় আমরা লিগ নিয়ে আলোচনা করব কিভাবে? খেলোয়াড়রা অস্থির হয়ে আছেন মাঠে নামতে অথচ কিছু ক্লাব সবকিছু অন্ধকারে রাখতে চায়।

সর্বশেষ খবর