বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বার্সা সভাপতির বিপক্ষে অনাস্থার ভোট!

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বার্সোলোনাতেই থেকে গেছেন। যতদিনের চুক্তি আছে ততদিনই এ ক্লাবে খেলতে চান আর্জেন্টাইন সুপারস্টার। মেসি দলে থাকাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বার্সার সভাপতি মারিও বার্তোমেউ। কেননা মেসি মূলত তার ওপর ক্ষুব্ধ হয়েই দল ছাড়তে চেয়েছিলেন। এক সময় মনে হচ্ছিল ইংলিশ লিগের দল ম্যানসিটিতে যোগ দেওয়া মেসির সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত ভালোবাসার টানে থেকে যান মেসি। বড় ধরনের বিপদ থেকে রক্ষাও পান বার্তোমেউ। কিন্তু শেষ পর্যন্ত তিনি সভাপতি পদে টিকে থাকতে পারবেন কি না এনিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বার্সা সভাপতি এবং তার বোর্ড অব ডিরেক্টরসের ওপর সমর্থকদের আস্থা কতটুকু কিংবা অনাস্থাইবা কতটুকু সেটা জানার জন্য কাজ করছে বার্সার একটি গ্রুপ। এ নিয়ে বার্সার সাধারণ সদস্যদের কাছ থেকে গণস্বাক্ষরের কাজ শুরুও করে দিয়েছে। ইতিমধ্যে সাড়ে ৭ হাজার অনাস্থা ভোট পড়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গণস্বাক্ষর।  আর এতেই স্পষ্ট হয়ে উঠছে বার্তোমেউয়ের সময়ও ফুরিয়ে আসছে।

সর্বশেষ খবর