রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
অলিম্পিকে পর্দা নামছে আজ

ভারতের প্রথম সোনা

ক্রীড়া ডেস্ক

ভারতের প্রথম সোনা

টোকিও অলিম্পিক গেমস যখন শেষ প্রান্তে। তখনই ইতিহাস গড়ল ভারত। গতকাল অ্যাথলেটিক্স থেকে দেশকে প্রথম সোনা এনে দেন নীরাজ। জ্যাভেলিনে নিজের দ্বিতীয় চেষ্টায় বর্শা ৮৭.৫৮ মিটার দূরে পাঠিয়েছেন নীরাজ চোপড়া। তাঁর এই থ্রো অনায়াসে সোনা এনে দিয়েছে। সেই সঙ্গে টোকিওতে পদক জেতায় ভারতের জাতীয় সংগীত বেজে উঠল। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেইস (৮৬.৮৭ মিটার) ও ভিতে জস্লাভ ভেসেয়ি (৮৪.৪৩ মিটার) অলিম্পিকের ইতিহাসে ভারতকে একক ইভেন্টে প্রথম সোনা জিতেছিলেন অভিনব বৃন্দা। কিন্তু তাঁর সে কীর্তিকেও ছাড়িয়ে গেলেন নীরাজ। অ্যাথলেটিকসে এটিই প্রথম ভারতের সোনা।

আজ অলিম্পিকের পর্দা নামছে। ২৩ জুলাই টোকিওতে বিশ্বসেরা এ ক্রীড়াযজ্ঞ শুরু হয়। ২০২০ সালে অলিম্পিক হওয়ার কথা থাকলেও করোনার কারণে এক বছর পিছিয়ে  যায়।

সর্বশেষ খবর