শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন বাংলাদেশ সহজ গ্রুপে

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

করোনা বিধিনিষেধ শিথিল না হওয়ায় অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে অংশ নিচ্ছে না নিউজিল্যান্ড। করোনাভাইরাসের জন্য এখনো দেশটিতে কঠোর নিয়ম মেনে চলতে হয় জনগণকে। নিয়ম মেনে দেশের বাইরে থেকে কেউ ফিরলে কোয়ারেন্টাইন মানতে হয়। সেটা মানসিকভাবে এবং শারীরিকভাবেও বিপর্যস্ত করে। এমন বিবেচনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দেশটির যুবা ক্রিকেটারদের দেশের বাইরে পাঠাতে রাজি নয়। তাই ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে খেলবে না নিউজিল্যান্ড। যদিও ভারতে টি-২০ সিরিজ খেলছে নিউজিল্যান্ড জাতীয় দল। যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবর আলীর নেতৃত্বে টাইগার যুবারা। আসন্ন যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। অপেক্ষাকৃত দুর্বল গ্রুপটিতে খেলবে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আসরে বাংলাদেশের সবগুলো ম্যাচ সেন্ট কিটস এন্ড নেভিসে। টাইগার যুবাদের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি ইংল্যান্ড, ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

আগের ১৩ আসরে দর্শক হয়ে খেলা দেখেছে। এবারই প্রথম খেলবে আফ্রিকা মহাদেশের দেশ উগান্ডা। যুব বিশ্বকাপে এবারই প্রথম অভিষেক হচ্ছে দেশটির। এই প্রথম আসরের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের যুব চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের তিনটি ভেন্যুতে খেলা হবে ৪৮টি ম্যাচ। ১৬ দলের গ্রুপ পর্বের খেলাগুলো ১৪-২২ জানুয়ারি। কাপ পর্বের কোয়ার্টার ফাইনাল ২৬-২৯ জানুয়ারি, কাপ পর্বের সেমিফাইনাল ১ ও ২ ফেব্রুয়ারি এবং ফাইনাল ৫ ফেব্রুয়ারি। ১৯৮৮ সালে শুরু যুব বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ৪ বার। বাংলাদেশ সর্বশেষ চ্যাম্পিয়ন। পচেফস্ট্রমের ফাইনালে বাংলাদেশের যুবারা ডিএল মেথডে ৩ উইকেটে হারায় ভারতকে। টাইগার যুবাদের গ্রুপে শক্তিশালী ইংল্যান্ড ছাড়া অপেক্ষাকৃত দুর্বল কানাডা ও আরব আমিরাত। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কাপ পর্বেও কোয়ার্টার ফাইনাল। নিচের দুই দল খেলবে প্লেট পর্বে। 

 

সর্বশেষ খবর