বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আবাহনী-স্বাধীনতা শেষ আটে

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-স্বাধীনতা শেষ আটে

টানা দুই মৌসুম শিরোপাবঞ্চিত ঢাকা আবাহনী। না ফেডারেশন কাপ না লিগ, দুবারই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সেই ব্যর্থতা থেকে বের হতে এবার দেশি ও বিদেশি মিলিয়ে দারুণ দল গড়েছে জনপ্রিয় ক্লাবটি। তবে যে মানের দল সে অনুযায়ী পারফরম্যান্সটা চোখে পড়ছে না আবাহনীর। শক্তির বিচারে শুরুতেই পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপাধারীদের গোল উৎসবে মাতার কথা। সেখানে কিনা রিভিয়া স্বাধীনতা কাপে আবাহনী ২-১ গোলের ব্যবধানে ঘাম ঝরানো জয় পেয়েছিল নবাগত স্বাধীনতা সংঘের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন তো মামুলি কিন্তু আবাহনীর একমাত্র টার্গেট স্বাধীনতাকাপ জিতে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়ানো।

স্বাধীনতা কাপে শুরুতে জয় এলেও ঝুলেছিল নকআউট পর্ব। কেননা পরের ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ৩-২ গোলে জিতলে তিন দলেরই নকআউটের দরজাটা খোলা থাকে। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আবাহনী কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচে অবশ্য এনামুলের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। তিন মিনিট পরই ডারিংটন গোমেজ পেনাল্টি থেকে সমতা ফেরান। ৪১ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পেনাল্টিতে গোল করতে পারেননি রহমতগঞ্জের ফিলিপ। ডারিংটন দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায়। রাফায়েল ৭০ মিনিটে ব্যবধান ৩-১ করেন। স্বাধীনতা সংঘকে নিয়েই শেষ আটে উঠে  গেল আবাহনী।

সর্বশেষ খবর