রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মাহফিজুলের সেঞ্চুরিতে যুবাদের দুরন্ত জয়

যুব এশিয়া কাপে দুর্দান্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মাহফিজুলের সেঞ্চুরিতে যুবাদের দুরন্ত জয়

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা জিতেনি। সর্বোচ্চ প্রাপ্তি রানার্স আপ। এবার যুব এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে ‘মরুরাজ্য’ সংযুক্ত আরব আমিরাতে গেছেন রাকিবুলরা। দুটি ম্যাচও খেলেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারায়। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। গতকাল কুয়েত যুবাদের হারিয়েছে ২২৭ রানের আকাশসম ব্যবধানে। এই ম্যাচেও সেঞ্চুরি করেছে টাইগার যুবা ওপেনার মাহফিজুল ইসলাম। খেলেছেন তিন অংকের জাদুকরী ইনিংস। ১১২ রানের ইনিংস খেলেন মাহফিজুল ১১৯ বলে ১২ চার ও ৪ ছক্কায়। তার সেঞ্চুরিতে ৪৯.২ ওভারে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫.৩ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় কুয়েত। আগামীকাল শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপাল ও কুয়েতের বিপক্ষে জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত রাকিবুলদের।

নেপালের বিপক্ষে মাহফিজুল ধীরলয়ে ব্যাটিংয়ে ১৭ রান করেছিলেন ৩৩ বলে। গতকাল সেঞ্চুরি করলেও স্ট্রাইকরেট ছিল ৯৪.১১। বাউন্ডারি মেরে মাহফিজুল হাফসেঞ্চুরি করেন ৫০ বলে। সেঞ্চুরি করেন ১০৭ বলে। ধীরলয়ে ব্যাট করেন মাহফিজুল। তবে লেট অর্ডারে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে মেহরাব ৪২ রান করেন মাত্র ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায়। ২৯২ রানের টার্গেটে ২৫.৩ ওভারে অলআউট হয়ে যায় কুয়েত যুবারা। দলের দুজন ক্রিকেটার ডাবল ডিজিট রান করেন। অধিনায়ক মীত ভাবসার ৪৩ রান করেন ৭৭ বলে ৫ চারে। লেট অর্ডারে মির্জা আহমেদ ১১ রান করেন ২৭ বলে ১ চার ও ১ ছক্কায়। টাইগার যুবাদের পক্ষে রিপা মন্ডল ১০ রানের খরচে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মেহেরাব ও রাকিবুল।        

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২৯১/১০, ৪৯.২ ওভার (মাহফিজুল ১১২, তাহজিবুল ২৫, মেহেরাব ৪২। আব্দুল সাদিক ৩/৪০)।

কুয়েত অনূর্ধ্ব-১৯ : ৬৪/১০, ২৫.৩ ওভার (ভাবসার ৪৩, মির্জা ১১। রিপন ৩/১০,  মেহেরাব ২/১৪, রাকিবুল হাসান ২/৬)।

ফল : ২২৭ রানে জয়ী

সর্বশেষ খবর