রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

৪৮ দল নিয়ে বঙ্গমাতা নারী ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

৪৮ দল নিয়ে বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। দেশের ছয় ভেন্যুতে প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে। ফেনীর বীরশ্রেষ্ঠ শহীদ আবদুস সালাম, ময়মনসিংহ রফিজ উদ্দিন ভূঁইয়া, মাদারীপুরের আসমত আলি খান, যশোর শামসুল হুদা, রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি ও পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গ্রুপে বিভক্ত হয়ে লড়বে মেয়েরা।

টুর্নামেন্ট উপলক্ষে বাফুফে ভবনে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ফিফা কাউন্সিলর মেম্বার ও বাফুফে নারী ফুটবলে চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, টুর্নামেন্টে পারফরম্যান্স দেখে নারী খেলোয়াড় বাছাই হবে। এদের জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। ৪৭টি জেলা ও আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী টুর্নামেন্টে অংশ নেবে।

সর্বশেষ খবর