রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

এশিয়া কাপ চ্যাম্পিয়ন। টি-২০ বিশ্বকাপ খেলেছে। কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপ খেলা হয়নি। করোনাভাইরাসের সুবিধায় এবার প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে। সালমা খাতুন, জাহানারা আলমরা তারকাখ্যাতিতে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের ধারে কাছে নেই। অর্থকড়িতেও যোজন যোজন পিছিয়ে। মাসিক বেতন ও ম্যাচ ফি আহামরি নয় মহিলা ক্রিকেটারদের। ৫০ ওভারের বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বেতন বাড়ানো হচ্ছে ক্রিকেটারদের। শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মহিলা ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, বেতন বাড়ানোর পাশাপাশি নতুন করে ৮৯ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের সঙ্গে চুক্তিও করবে। ঢাকা ও ঢাকার বাইরের ২০টি স্টেডিয়াম সংস্কার করবে বিসিবি নিজ খরচে। মহিলা ক্রিকেটাররা কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়া যাবে। তাদের ক্যাম্প চলছে এখন। ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘গত বছর ওদের বেতন ভালোই বাড়িয়েছিলাম। তবে এবার আমরা আরও ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম। স্বাভাবিকভাবে আমরা ১০-১৫ ভাগ বেতন বৃদ্ধি করি। এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে।’ আগের চুক্তি অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার, ‘বি’ ক্যাটাগরি ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৩৬ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির বেতন ২৫ হাজার টাকা।

সর্বশেষ খবর