বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ওয়ানডে বলেই ফেবারিট টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে বলেই ফেবারিট টাইগাররা

ওয়ানডে ফরম্যাট সব সময় বাংলাদেশের জন্য বিশেষ কিছ্।ু এই প্রিয় ফরম্যাটের ক্রিকেটেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবকটি ম্যাচ হবে চট্টগ্রামে। প্রথমটি শুরু হবে আজ সকাল ১১টায়।

বাংলাদেশ দলে ফিরেছেন সিনিয়র ক্রিকেটাররা। সঙ্গে আছেন প্রতিভাবান তরুণরাও। ভারসাম্যপূর্ণ একটি দল নিয়েই মাঠে নামছে ক্যাপ্টেন তামিম ইকবাল।

একে তো পছন্দের ফরম্যাট, তার ওপর ঘরের মাঠে -তাই আজ ফেবারিট হিসেবেই খেলতে নামবেন টাইগাররা। সদ্য সমাপ্ত বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা দারুণ পারফর্ম করেছেন। ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, বোলাররাও দাপট দেখিয়েছেন উইকেট শিকারে। দলের প্রধান ভরসা সাকিব আল হাসান ব্যাটে-বলে ক্যারিশমা দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। চারশর উপরে রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। ১৮ উইকেট নিয়ে বোলারদের তালিকায় সবার ওপরে ছিলেন মুস্তাফিজুর রহমান।

এই সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন চার ক্রিকেটার ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ। বাংলাদেশের কন্ডিশনটা আফগানিস্তানের জন্য বেশ পরিচিত। বিপিএল এবং ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক তারকার। টাইগারদের বিপদে খেলতে পারে আফগান-স্পিনত্রয়ী। মোহাম্মদ নবীসহ আরও দলে ফিরেছেন মুজিবুর রহমান ফরচুন বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন। এছাড়া রশিদ খানের মতো বিশ্বসেরা তারকা তো রয়েছেনই।

ব্যাটিংয়ে ভয়ংকর আফগানদের মিডল-অর্ডার। হাসমতুল্লাহ শহীদি, রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান যেমন উইকেট আঁকড়ে পড়ে থাকতে পারেন, পাশাপাশি গতি বাড়াতেও তাদের জুড়ি নেই।

তবে ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ফেবারিট হিসেবে গণ্য হওয়ার মতো দল। তাছাড়া আগের ওয়ানডে সিরিজে মুশফিক ছিলেন না, এবার তিনি ফিরেছেন। লেট-মিডল অর্ডারে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগারদের ব্যাটিংয়ে ভরসা হচ্ছে চার সিনিয়র -সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। এই চার পা-বের ব্যাট জ্বলে উঠলে যেকোনো দলের বিরুদ্ধে অনায়াসেও বড় স্কোর করতে পারে বাংলাদেশ।

টাইগারদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে- চট্টগ্রামে মাঠে ফিরছেন দর্শকরা। এটা যেকোনো স্বাগতিক দলের জন্য অনেক বড় প্রাপ্তি। কারণ, মাঠে দর্শক হচ্ছে স্বাগতিকদের জন্য দ্বাদশ ক্রিকেটার হিসেবে কাজ করেন।

টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, দর্শকরা আমাদের ‘টুয়েলভথ ম্যান’ হয়ে উঠতে পারেন। আমরা খুব সৌভাগ্যবান এই দিক থেকে যে, এই দর্শকদের মাঝেই আমরা খেলি। কারণ, আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান।’

 


পরিসংখ্যান

►ওয়ানডেতে দুই দলের ৮ বারের দেখায় ৫ বারই জিতেছে টাইগাররা। তবে তিন ফরম্যাটের ক্রিকেট মিলে যে পরিসংখ্যান তাতে আফগানিস্তানের বিরুদ্ধে সম্মুখ লড়াই খানিকটা পিছিয়ে বাংলাদেশ। তিন ফরম্যাটে দুই দল মোট ১৫ বার মুখোমুখি হয়েছিল। ৮-৭ ব্যবধানে এগিয়ে আফগানরা। একমাত্র টেস্টে জিতেছে আফগানরা। এ ছাড়া টি-২০তে যেখানে বাংলাদেশের জয় দুটি, সেখানে আফগানদের জয় ৪টি।

►বাংলাদেশ শেষ ১০ বছরে চট্টগ্রামে মাত্র একটি ম্যাচ হেরেছে। জিতছে ৬টি। এক দশকে বন্দরনগরীতে ওয়ানডে ম্যাচে একমাত্র হার ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।

►আফগানিস্তান তাদের শেষ ৬ ওয়ানডেতে টানা জয় পেয়েছে। তাদের ক্রিকেট ইতিহাসের সেরাটি জয়টিও আছে এর মধ্যে।

সর্বশেষ খবর