সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

আরও দুই শিরোপায় চোখ লিভারপুলের

ক্রীড়া ডেস্ক

আরও দুই শিরোপায় চোখ লিভারপুলের

চলতি মৌসুমে দুটি শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। জার্গেন ক্লপের দল জয় করেছে ইংলিশ লিগ কাপ ও এফএ কাপের ট্রফি। লিগ কাপের ফাইনালে গত ফেব্রুয়ারিতে চেলসিকে টাইব্রেকারে ১১-১০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জয় করেছিল লিভারপুল। শনিবার এফএ কাপের ফাইনালে সেই চেলসি টাইব্রেকারে (৬-৫ গোলে) হারিয়েই মৌসুমের দ্বিতীয় ট্রফি শোকেসে পুরল অলরেডরা। এবার আরও দুই ট্রফিতে চোখ লিভারপুলের। এক মৌসুমে চার ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ আছে তাদের।

এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। ফেবারিট হিসেবেই তারা ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ২৮ মে প্যারিসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে ম্যানসিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। কিন্তু লিভারপুলের সময়টা দারুণ যাচ্ছে। মোহাম্মদ সালাহ, স্যাডিও মানে আর ফন ডাইকরা মিলে অসাধারণ একটা দল গড়ে তুলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম শিরোপা জিততে পারে লিভারপুল। স্পর্শ করতে পারে এসি মিলানকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। তবে এখনো সুযোগ আছে লিভারপুলের। ম্যানসিটি পয়েন্ট হারালেই লিভারপুলের সামনে লিগ শিরোপা জয়ের দারুণ সুযোগ আসবে। সেক্ষেত্রে মৌসুমের চারটি ট্রফিই ঘরে তুলতে পারে অলরেডরা।

কোনো ইংলিশ ক্লাবেরই এই রেকর্ড নেই। ইতিহাস কী গড়তে পারবে লিভারপুল! নাকি দুটি ট্রফি (এফএ কাপ ও লিগ কাপ) নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে!

সর্বশেষ খবর