রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

১৬২ রানের বিধ্বংসী ইনিংস বেয়ারস্টোর

ক্রীড়া ডেস্ক

১৫৭ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন জনি বেয়ারস্টো। ২৪টি দৃষ্টিনন্দন বাউন্ডারি। বেয়ারস্টোর দাপুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৬০ রান করেছে ইংল্যান্ড। এই ম্যাচে দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন বেয়ারস্টো। টানা দুই ম্যাচে একশ’র বেশি স্ট্রাইকরেটে দুই সেঞ্চুরি। এর আগে এমন কীর্তি আছে শহীদ আফ্রিদি, তামিম ইকবাল ও ব্রেন্ডন ম্যাককালামের।

কাল দারুণ একটি ইনিংস খেলেছেন অভিষিক্ত ব্যাটসম্যান জেমি ওভারটন। তবে মাত্র তিন রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারেন। ওভারটনের ৯৭ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। ইংলিশদের স্কোর বড় হওয়ার পেছনে বড় অবদান স্টুয়ার্ট বোর্ডেরও। ৯ নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৪২ রানের দারুন এক ইনিংস।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৯ রান।

ইংল্যান্ডের শুরুটা ছিল ছিল খুবই ভয়াবহ। মাত্র ২১ রানে তাদের চার উইকেট পড়ে যায়। ৫৫ রানে ষষ্ঠ উইকেটের পতন। এরপর বেয়ারস্টো ও ওভারটন মিলে ২৪১ রানের ক্যারিশম্যাটিক জুটি গড়ে ইংল্যান্ডকে নিরাপদে পৌঁছে দেন।

সর্বশেষ খবর