সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিজয়ের পতাকা ওড়াবে নেপাল

বিজয়ের পতাকা ওড়াবে নেপাল

সাফ চ্যাম্পিয়নশিপে নতুন নয়। এর আগেও বাংলাদেশ-নেপাল মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে নেপাল। আজ ফাইনালে দুই দেশ প্রথমবারের মতো লড়ছে। বাংলাদেশের নারী জাতীয় দল যেমন দুর্দান্ত খেলে শিরোপার অপেক্ষায়, তেমনি নেপালও। তবে সংবাদ সম্মেলনে কোচ কুমার থাপাকে আত্মবিশ্বাসী মনেই হলো। বলেই ফেললেন, ‘আর কোনো বাঁধা দেখছি না। বাংলাদেশকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হবে নেপাল। ট্রফি থাকবে আমাদেরই ঘরে। বাংলাদেশ অবশ্যই দারুণ খেলছে। কিন্তু নেপালকে হারানোর সামর্থ্য রাখে না। অতীত পরিসংখ্যানই তা বলে দেয়।’

কোচ কুমার বলেন, ‘বাংলাদেশের ম্যাচ আমরা পরীক্ষা-নিরীক্ষা করেছি। পজিশন বুঝেই আমাদের মেয়েরা লড়বে। ওরা যেন জালে বল পাঠাতে না পারে তেমন দেওয়ালই গড়ে তুলব। আক্রমণ হবে পরিকল্পনা করে। আমাদের বড় সুবিধা হচ্ছে কেউ ইনজুরিতে নেই। ৯০ না ১২০ মিনিট খেলার জন্য ফিট। খেলোয়াড়দের ছক এঁকে দিয়েছি। সেভাবে খেলবে। বিজয় পতাকা আমরাই ওড়াব।’

সর্বশেষ খবর