রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নারী ক্রীড়ায় আলোচিত ৫

নারী ক্রীড়ায় আলোচিত ৫

১. সাফজয়ী ক্যাপ্টেন সাবিনা

সাফ ফুটবলে ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে। এরপর থেকেই অপেক্ষা। এরপর আর ফাইনালটাই খেলা হয়নি বাংলাদেশের। তবে মেয়েরা সব বাধা দূরে ঠেলে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উপহার দিলেন। গত মাসে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন সাবিনা খাতুন। টুর্নামেন্টজুড়ে একাই করেন ৮ গোল। নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে অংশ নেন সাবিনাই।

 

২. এশিয়া কাপ জয়ের নায়িকা সালমা

ক্রিকেটের ছেলেরা এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপার স্পর্শ পায়নি। মেয়েরা প্রথমবার ফাইনাল খেলেই শিরোপা জেতে সালমা খাতুনের নেতৃত্বে। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্টে পরম সাহসিকতায় দলকে নেতৃত্ব দেন সালমা খাতুন। তার নেতৃত্বেই বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৯ সালের সাফ গেমসে সোনার পদক জেতে।

 

৩. ভারোত্তোলনে উপমহাদেশে সেরা মাবিয়া

ভারোত্তলনের মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত সাফ গেমসে ৬৩ কেজি ক্যাটাগরিতে সোনার পদক জয় করেন তিনি। এরপরই খেলাধুলায় মেয়েদের অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠেন তিনি। তবে তার সফলতার ইতিহাস তারও আগে থেকে। ২০১৫ সালে পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিংয়ে (ইয়ুথ) ৬৩ কেজি ওজন শ্রেণিতে জয় করেন সোনার পদক। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাফ গেমসেও সোনার পদক জিতেন মাবিয়া।

 

৪. টেবিল টেনিসের রানি লিনু

বাংলাদেশের সেরা পাঁচ নারী ক্রীড়াবিদের মধ্যে জোবেরা রহমান লিনু অন্যতম একজন। দেশের খেলাধুলার ইতিহাসেই তিনি এক বিশেষ স্থান দখল করে আছেন। গিনেস বুকে নাম লিখিয়েছেন ১৬বার টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে। ১৯৭৭ সালে জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি টেবিল টেনিসে। এরপর একে একে আরও পনেরবার জয় করেন এই ট্রফি। প্রথম বাংলাদেশি হিসেবে লিনুর নামই উঠেছে গিনেস বুকে।

 

৫. দাবার সম্রাজ্ঞী রানী হামিদ

দাবার চালে প্রতিপক্ষকে মাত করে সুনাম কুড়িয়েছেন রানী হামিদ। আক্ষরিক অর্থেই দাবার রানী হয়ে উঠেন তিনি। ২০বার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হন তিনি। ২০১৫ সালে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে জয় করেন সোনার পদক। দাবার বিশ্বকাপ খ্যাত দাবা অলিম্পিয়াডেও দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাবও অর্জন করেন। ব্রিটিশ নারী দাবাতেও কৃতিত্বের সাক্ষর রেখেছেন রানী হামিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর