শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
জমে উঠেছে হকির ফ্র্যাঞ্চাইজি লিগ

বরিশালকে পাত্তাই দেয়নি চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

যুগম্ন হকি জেগে উঠছে। ঘরোয়া আসর অনিয়মিত হওয়ায় এ খেলার প্রতি দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের আগমনে দৃশ্য বদলে যাচ্ছে। প্রতিটি ম্যাচে গ্যালারিতে দর্শক আসছে চোখে পড়ার মতো। এ কৃতিত্ব বসুন্ধরা গ্রুপেরই। তাদের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইসের পৃষ্ঠপোষকতার প্রথমবারে মতো এ লিগ মাঠে গড়িয়েছে। আসরে নতুনত্ব থাকায় মাঠে এসে দর্শকরা আনন্দ পাচ্ছে। একেক দিন চলচ্চিত্র নাটকের জনপ্রিয় শিল্পিরা ম্যাচ দেখতে ছুটে আসছেন। গতকাল এসেছিলেন ব্যাচেলর পয়েন্টের তারকারা।

ফ্র্যাঞ্চাইজি লিগের লড়াইও হচ্ছে জমজমাট। শেষ চারে সুযোগ পেতে প্রতিটি দলই মরিয়া। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত উপভোগ্য ম্যাচে মোনার্ক মার্ট পদ্মা ২-১ গোলে হারিয়েছে সাইফ পাওয়ার খুলনাকে। এ জয়ে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যেমন মোনার্ক শেষ চারের পথে। তেমনি সাইফের টিকে থাকার আশা অনেকটা শেষই বলা যায়। হারলেও ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় সাইফ। প্রথম কোয়ার্টারে ৪ মিনিটে অস্ট্রেলিয়ার ফরটিস গোল করেন। দ্বিতীয় কোয়ার্টারে ৭ মিনিটে মোনার্ক পদ্মা সমতায় ফিরে। তাদের ও অস্ট্রেলিয়ার খেলোয়াড় কিন রোর্ভাস ব্যবধান ১-১ করেন। ৫৩ মিনিটে আলি নাইনের শুভর গোলে মোনার্ক পদ্মা জিতে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে একমি চট্টগ্রামের সামনে দাঁড়াতে পারেনি মেট্রো এক্সপ্রেস বরিশাল। ৫-১ গোলে জিতেছে একমি চট্টগ্রাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর