বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লড়াই এখন চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক

লড়াই এখন চট্টগ্রামে

বিপিএলের প্রথম পর্ব শেষ। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম পর্বে খেলা হয়েছে ৮টি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স টানা ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে ঢাকায় মিরপুর পর্ব শেষ করেছে। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও খুলনা টাইগার্স জয় পায় একটি। টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলাগুলো হবে চার ধাপে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের খেলা। ১৩ জানুয়ারি শুরু এবং শেষ ২০ জানুয়ারি। এ কয়দিন খেলা হবে ১২টি। চট্টগ্রাম পর্বে দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে খুলনা টাইগার্স ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। দলগুলো এরই মধ্যে উপস্থিত হয়েছে চট্টগ্রামে। অনুশীলনও শুরু করে দিয়েছে। গতকাল সকালে অনুশীলন করেছেন ইমরুল কায়েসের কুমিল্লা। সন্ধ্যায় উপস্থিত বরিশাল ও খুলনা। চট্টগ্রাম পৌঁছায় পরশু রাতে। ঢাকা ও রংপুরও পৌঁছেছে।

মিরপুর পর্বে সেঞ্চুরি হয়েছে দুটি। সেঞ্চুরি দুটি হয়েছে আবার একই ম্যাচে। প্রথমে খুলনার পক্ষে সেঞ্চুরি করেন আজম খান। ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেটাকে পেছনে ফেলেন চট্টগ্রামের আরেক পাকিস্তানি উসমান খান। উসমান ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫৮ বলে। জাতীয় দলের তারকা ক্রিকেটার খেলার পরও ব্যাটিংয়ে সব আলো কেড়ে নিয়েছেন সিলেটের তৌহিদ হৃদয়। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরির ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন। ঢাকার বিপক্ষে ৮৪, কুমিল্লার বিপক্ষে ৫৬ ও বরিশালের বিপক্ষে ৫৫ রান করেন। ৮ ম্যাচে সেঞ্চুরি দুটি এবং হাফসেঞ্চুরি হয়েছে ১০। সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন সিলেটের রনি তালুকদার কুমিল্লার বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর