শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আজ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আজ। ভোর সাড়ে ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবি থেকে এ দৌড় শুরু হবে। অ্যাথলেটরা ৩০০ ফিট রাস্তা হয়ে কাঞ্চন ব্রিজ অতিক্রম করে একই রাস্তায় ফিরে এসে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারেই ম্যারাথন শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ম্যারাথন দৌড় উদ্বোধন করবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ ম্যারাথন ৪২.১৯৫ ও ২৯.০৯৭ দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ১৫৩১ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন।

সর্বশেষ খবর