শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অস্ট্রেলিয়ান ওপেন

কে হচ্ছেন নতুন রানি

এলেনা রাইবাকিনা : অ্যারিনা সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

কে হচ্ছেন নতুন রানি
এর আগে তিনবার টেনিসে মুখোমুখি হয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলেনা রাইবাকিনা। প্রথমবার ২০১৯ সালের সেপ্টেম্বরে দুজন লড়াইয়ে নামেন উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে। সেবার তিন সেটের লড়াইয়ে বিজয়ী হন সাবালেঙ্কা।

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন এলেনা রাইবাকিনা ও অ্যারিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল নিশ্চিত করেছেন দুজন। গত বছর অ্যাশলে বার্টি নতুন রানী হয়েছিলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। এবারেও দেখা মিলবে নতুন রানীর।

বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা আগে কখনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে খেলেননি। উইম্বলডনে একবার এবং ইউএস ওপেনে দুবার সেমিফাইনাল খেলাই এতদিন তার সেরা ফল ছিল। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে নেমে শিরোপা জিততে পারবেন তিনি! এলেনা রাইবাকিনাও অস্ট্রেলিয়ান ওপেনে কখনো ফাইনাল খেলেননি। এমনকি এখানে তিনি সেমিফাইনালও খেলেননি কখনো। তবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা আছে রাইবাকিনার। কাজাখস্তানের এই মেয়ে গত বছর উইম্বলডন জয় করেছেন। ফাইনালে তিনি হারিয়েছিলেন তিউনিসিয়ার ওনস জাবেয়ারকে (৩-৬, ৬-২, ৬-২ গেমে)।

এর আগে তিনবার টেনিসে মুখোমুখি হয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলেনা রাইবাকিনা। প্রথমবার ২০১৯ সালের সেপ্টেম্বরে দুজন লড়াইয়ে নামেন উহান ওপেনের কোয়ার্টার ফাইনালে। সেবার তিন সেটের লড়াইয়ে বিজয়ী হন সাবালেঙ্কা। ২০২১ সালের জানুয়ারিতে আবুধানি টেনিস ওপেনের কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ে রাইবাকিনাকে পরাজিত করেন বেলারুশের মেয়ে সাবালেঙ্কা। সে বছরেরই জুলাই মাসে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে রাইবাকিনাকে পরাজিত করেন তিনি। টানা তিনবারের বিজয়ী সাবালেঙ্কা কী এবারেও জিততে পারবেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর