সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জকোভিচের ২২ নম্বর গ্র্যান্ড স্লাম

ক্রীড়া ডেস্ক

জকোভিচের ২২ নম্বর গ্র্যান্ড স্লাম

টেনিস ইতিহাসের সেরা তারকা কে? এক সময় পিট সাম্প্রাসকেই সেরা মনে করা হতো। এরপর রজার ফেদেরার সবাইকে ছাড়িয়ে যান। কিন্তু বিতর্কটা শেষ হয়নি। রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচ যে গ্র্যান্ড স্লাম জয়ের সংখ্যায় ছাড়িয়ে গেছেন রজার ফেদেরারকেও। নাদাল এতদিন ২২টি গ্র্যান্ড স্লাম জিতে এককভাবে শীর্ষে ছিলেন। গতকাল অস্ট্রেলিয়ান ওপেন জয় করে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ নাদালের পাশে স্থান করে নিলেন। কেবল তাই নয়, এই রেকর্ডটা আরও অনেকদূর নিয়ে যাওয়ার ইঙ্গিতও দিলেন তিনি।

গতকাল ফাইনালে জকোভিচ গ্রিক তরুণ স্টেফানোস সিতসিপাসকে তিন সেটের লড়াইয়ে ৬-৩, ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন। শেষ দুইটা সেট জিতে টাইব্রেকারে লড়াই করতে হয়েছে জকোভিচকে। তবে সরাসরি সেটেই ম্যাচটা জিতলেন তিনি। স্টেফানোস সিতসিপাসের বিপক্ষে টানা ১০ম জয় এটা জকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনেও ১০ম ট্রফি জিতলেন তিনি। অথচ গত বছর এখানে তাকে খেলতেই দেওয়া হয়নি! করোনা টীকা না নেওয়ায় তাকে ফেরত পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। কঠিন একটা পরিস্থিতিতেই এবার খেলতে হয়েছে জকোভিচকে। অনেক চ্যালেঞ্জ ছিল। এই কারণেই এই ট্রফিকে ক্যারিয়ারের অন্যতম সেরা জয় বলে মন্তব্য করলেন জকোভিচ। চ্যাম্পিয়ন জকোভিচ বলেন, ‘পরিস্থিতির বিচারে আমি বলব, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং টুর্নামেন্ট ছিল। বিশেষ করে গত বছর যেভাবে খেলতে পারিনি। আবার এ বছর যেভাবে খেলতে এলাম।’ দীর্ঘ ক্যারিয়ারের দিকে তাকিয়ে জকোভিচ বলেন, ‘আমার কাছে স্বপ্ন বলে মনে হয়। মাঝে-মধ্যে চিমটি কাটতে ইচ্ছে হয় নিজেকেই।’ জকোভিচ দুরন্ত ফর্মে আছেন। সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা তিনি কোথায় নিয়ে যাবেন, বলা কঠিন।

সর্বশেষ খবর