রংপুরে দুই দিনব্যাপী শেখ কামাল আন্তস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে শেখ রাসেল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দৌড়, হাই জাম্প, লং জাম্প এবং ৯ম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দৌড়, রিলে, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস থ্রো অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলেন, শিশু-কিশোর, যুবদের শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সরকার ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় শীতকালীন, গ্রীষ্মকালীন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নানা খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। এতে করে তৃণমূল থেকে খেলাধুলার অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। পরে প্রথম দিনের ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।