সহজ ম্যাচ কঠিন করে জিতল রংপুর রাইডার্স। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে শেষ চার নিশ্চিত করল নুরুল হাসান সোহানের রংপুর। অবশ্য লিগ পর্বে এখনো ৩ ম্যাচ বাকি সোহানদের। ম্যাচগুলো জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি পয়েন্ট টেবিলের এক-দুইয়ে থাকতে পারে, তাহলে ১৬ ফেব্রুয়ারির ফাইনাল খেলতে দুটি সুযোগ থাকবে রংপুরের। ৯ ম্যাচে রংপুরের পয়েন্ট ৬ জয়ে ১২। সবার ওপরে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। গতকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৩৭ রানে হারিয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১০ ম্যাচে ৭ জয় তুলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে রান রেটে তিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে বসে স্ত্রী ইয়াশা সোবহান ও সন্তানদের নিয়ে রংপুর রাইডার্সের জয় উপভোগ করেছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
পরিবারসহ বিপিএলে রংপুর রাইডার্সের জয় উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান -বাংলাদেশ প্রতিদিন
গতকালের ম্যাচটি ছিল রংপুরের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের জন্য স্পেশাল। শোয়েবের বয়স ৪১। অথচ ফিটনেস ধরে রেখেছেন ২৫ বছরের যুবকের মতো। বিপিএলে খেলছেন রংপুর রাইডার্সে। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন এক মাইলফলক গড়েছেন মালিক। কাইরন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভোর (৫৫৬)-এর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। মালিকের রেকর্ড গড়ার ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে গার্ড অব অনার দেয় রংপুর রাইডার্স
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ৩৭ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। বিপিএলের চলতি আসরে দুই দলের এটাই প্রথম মুখোমুখি। এই হারে আসর থেকে বিদায় নিয়েছে খুলনা। ম্যাচটি বরিশাল অধিনায়ক সাকিবের জন্য ছিল বিশেষ কিছু। বিপিএলের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ ডট বল নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ম্যাচসেরা সাকিব ৩৬ রানের পাশাপাশি ২৫ রানের খরচে নেন ১ উইকেট। প্রথমে ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে বরিশাল। ফজলে মাহমুদ ৩৯ রান করেন ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায়। পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩টি করে চার ও ছক্কায়। খুলনার টার্গেট ১৯৫। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে করে ১৫৭ রান।