রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নিগারদের টি-২০ বিশ্বকাপ মিশন শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

টানটান উত্তেজনার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। ১০ দলের ২০ ওভারের টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের সূচনা ম্যাচে শ্রীলঙ্কা নারী দল ৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলকে। আসরে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আসর শুরু হচ্ছে নিগার সুলতানা জ্যেতি, জাহানারা আলম, সালমা খাতুনদের। বাংলাদেশ সময় রাত ১১টায় কেপটাউনে শুরু হবে ম্যাচটি। একই দিন সন্ধ্যা ৭টায় দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান নারী দল মুখোমুখি হবে কেপটাউনে।

মূল আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নিগার বাহিনী। পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং ভারতের কাছে হেরেছিল ৫২ রানে। দুটি হারের তিক্ত স্বাদ নিয়ে আজ নিগার, জাহানারা মুখোমুখি হবে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কার বিপক্ষে। স্বাগতিক প্রোটিয়াস নারী দলের বিপক্ষে প্রথম ব্যাটিংয়ে সংগ্রহ করে ২০ ওভারে ৪ উইকেটে ১২৯ রান। ম্যাচসেরা চামারি আতাপাত্তু ৬৮ রান করেন ৫০ বলে ১২ চারে। জবাবে স্বাগতিকরা থেমে যায় ৯ উইকেটে ১২৬ রান তুলে। বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি দলগুলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। নিগারদের দ্বিতীয় ম্যাচ ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি এবং সেমিফাইনাল দুটি যথাক্রমে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াডের ৪ জন খেলেছেন অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ যুব বিশ্বকাপে। স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাস, মারুফা আক্তার ও দিলারা আক্তার।  

 

সর্বশেষ খবর