বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাশরাফিদের কৌশল রংপুরের অভিযোগ

‘ওই সময় মোমেন্টাম আমাদের দিকে ছিল। খেলার একটা ‘ফ্লো’ ছিল। দলের একটা ফ্লো থাকলে, এরপর ব্রেকডাউন হলে মোমেন্টাম নষ্ট হয়ে যায়। আসলে সেটাই হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

কোয়ালিফায়ারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সিলেট স্ট্রাইকার্সের ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে রংপুর রাইডার্সের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। জয়ের জন্য শেষ তিন ওভার অর্থাৎ ১৮ বলে দরকার ছিল ৩৩ রান। উইকেটে ফর্মে থাকা দুই ব্যাটসম্যান ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এবং হাফ সেঞ্চুরি করা রনি তালুকদার।

রংপুরের জয়টা যখন কেবলই সময়েই ব্যাপার তখনই সিলেট অযথাই সময় ক্ষেপণ (৫-৬ মিনিট) করে রাইডার্সের ব্যাটারদের মোমেন্টাম নষ্ট করে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন ফ্র্যাঞ্চাইজি দলটির কোচ সোহেল ইসলাম। রংপুরের কোচ বলেন, ‘ওই সময় মোমেন্টাম আমাদের দিকে ছিল। খেলার একটা ‘ফ্লো’ ছিল। ওই সময় জাকির (আকবর আলি) বের হলো এবং কিপার বদল হলো একটা মোমেন্টাম চলছিল (আমাদের), ওটা ব্রেকডাউন হয়। এটা কিন্তু টি-২০তে একটা বিষয়। দলের একটা ফ্লো থাকলে, এরপর ব্রেকডাউন হলে মোমেন্টাম নষ্ট হয়ে যায়। আসলে সেটাই হয়েছে।’

আসলে এমন কি হলেছিল ১৭ ওভার শেষে, যে কারণে ৫-৬ মিনিট খেলা বন্ধ রাখা হলো?

সিলেটের দাবি, ব্যাটিং করলেও জ্বরের কারণে মুশফিক ফিল্ডিংয়ে নামেননি। তার বদলি হিসেবে নেমে উইকেটকিপিং করেন আকবর আলী। কিন্তু ঠিক ১৭ ওভার শেষে হঠাৎ মুশফিককে মাঠে নামানো হয়। এক্ষেত্রে নিয়ম হচ্ছে, নিয়মিত উইকেটরক্ষক মাঠে থাকলে বদলি হিসেবে নামা ফিল্ডার আর কিপিং করতে পারবেন না। দলের নিয়মিত একাদশেই কাউকে দিয়েই কিপিং করাতে হবে। এটা নিয়ে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়। আম্পায়ারদের সঙ্গে কখনো মুশফিক কথা বলছেন, আবার রংপুরের অধিনায়ক সোহান কথা বলছেন। এভাবেই কালক্ষেপণ হয়। রংপুর তাদের মোমেন্টাম হারিয়ে ফেলে। মনোসংযোগ নষ্ট হয়ে যায় দুই ব্যাটসম্যান সোহান ও রনি তালুকদারের। পরের ওভারেই দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যান। তারপর সহজ ম্যাচে হেরে যায় রংপুর।

এখানে দুটি বিষয় সামনে আসে, হঠাৎ করেই কি মুশফিকের জ্বর ভালো হয়ে গেল, নাকি রংপুরের মোমেন্টাম নষ্ট করতে ইচ্ছা করেই এই কৌশল অবলম্বন করেছেন মাশরাফিরা?

মুশফিকের জ্বর নিয়ে রংপুর কোচের সংশয়, ‘জ্বর আসছে, আবার মাঠে নামছে... এমন একটা সময়ে নামছে, ওই সময় মোমেন্টাম নষ্ট করা হয়েছে।’

সর্বশেষ খবর