শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস-আবাহনী লড়াই

বাংলা ক্লাসিকো কুমিল্লায়

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস-আবাহনী লড়াই

কলিনড্রেস (আবাহনী) - রবসন (বসুন্ধরা কিংস)

বিপিএল ক্রিকেট ফাইনালে কী ঘটে তা নিয়ে গতকাল অস্থিরতায় সময় পার করেছে ক্রিকেটপ্রেমীরা। আজ আবার কুমিল্লায় আরেক বিপিএল ঘিরে উত্তাপে কাঁপছে ক্রীড়াপ্রেমীরা। তবে এ লড়াই ক্রিকেটের নয় ফুটবলের। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী আজ মুখোমুখি হচ্ছে। বিকাল সোয়া ৩টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। হোম ভেন্যু বলেই আবাহনী আজ আতিথেয়তা দেবে কিংসকে। এক সময়ে দেশের দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডানের ম্যাচকে মর্যাদার লড়াই বলা হতো। বলা হতো চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। পেশাদার লিগের আগমনের পর আবাহনী তাদের সুনাম ধরে রাখলেও মোহামেডানের চরম অধঃপতন ঘটেছে। দীর্ঘ ২১ বছর ধরে লিগ শিরোপা জিততে পারছে না। এতটা সংকটাপন্ন অবস্থা যে ঐতিহ্যবাহী দলটিকে রেলিগেশন রক্ষায় ফাইট দিতে হচ্ছে। মোহামেডানের এমন করুণ হালে ঢাকা আবাহনী লিগে অনেকটা এক তরফা দাপট দেখাচ্ছিল। শিরোপার পাল্লা ভারি করেই চলছিল। পেশাদার লিগে বসুন্ধরা কিংসের আগমনের পরই আবাহনী থমকে দাঁড়ায়। অভিষেকের পর কিংসই টানা তিনবার লিগ শিরোপা জেতে। চেনা পথ আবাহনী যেন হারিয়ে ফেলে। তারপরও শিরোপা লড়াইয়ে কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী আবাহনীই। দুদলের ম্যাচের উত্তাপই আলাদা। এই লড়াই এখন বাংলা ক্লাসিকো বলে পরিচিত লাভ করেছে।

পেশাদার লিগের প্রথম পর্ব শেষ প্রান্তে। দ্বিতীয় লেগ পুরোটা পড়ে আছে। তাই কে যে এবার লিগ চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। তবে আজকের ম্যাচের ফলাফলের ওপর অনেকটা আঁচ করা যাবে লিগে কী ঘটবে। বসুন্ধরা ও আবাহনী দুই ক্লাবই এখন পর্যন্ত লিগে অপরাজিত রয়েছে। তারপরও কিংস বেশ সুবিধাজনক স্থানে। ৯ ম্যাচে ৯টিতেই জিতেই তারা পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর আবাহনী ফর্টিস, পুলিশ ও শেখ রাসেলের বিপক্ষে ড্র করে মূল্যবান ছয় পয়েন্ট নষ্ট করেছে। কিংস আজ জিতে গেলে আবাহনীকে ৯ পয়েন্টে পেছনে ফেলে প্রথম পর্ব শেষ করবে। যা দ্বিতীয় পর্বে তাদের বড় সুবিধা দেবে। শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে হলে আবাহনীর জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। ড্র হলেও কিংসের লাভ।

পেশাদার লিগে দুই দল মুখোমুখিতে বসুন্ধরা এগিয়ে। ছয় ম্যাচে ৪টি জয় ২ ড্র। অর্থাৎ আবাহনীর কোনো জয় নেই। তবু আজকের ম্যাচে বসুন্ধরাকে ফেবারিট বলা যাবে না। শক্তির দিক দিয়ে সমান সমানই বলা যায়। কিংসের যেমন রবসন রবিনহো, ডরিয়েলটন, গফুরভ, রাকিব আছে। তেমনি আবাহনীতে রাফায়েল, কলিনড্রেস, এলিটা, নোরাহ ও জীবন রয়েছেন। আজ লড়াই হবে হাড্ডাহাড্ডি।

সর্বশেষ খবর